By Abhisake Koley
Published 29 Jan, 2025
Hindustan Times
Bangla
ICC Awards List: সেরার সেরা বুমরাহ, দেখুন আইসিসির বর্ষসেরা পুরস্কারের সম্পূর্ণ তালিকা
২০২৪ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন কারা, দেখে নিন তালিকা।
জসপ্রীত বুমরাহ সব ফর্ম্যাট মিলিয়ে ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের।
ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন বুমরাহ।
মেয়েদের বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জেতেন স্মৃতি মন্ধনা।
ছেলেদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হন আর্শদীপ সিং।
মেয়েদের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হন অ্যামেলিয়া কের।
ছেলেদের বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার হন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।
মেয়েদের বর্ষসেরা উঠতি ক্রিকেটার হন দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডার্কসেন।
ছেলেদের বর্ষসেরা উঠতি ক্রিকেটার হন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস।
মেয়েদের বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার হন আমিরশাহির এশা ওজা।
ছেলেদের বর্ষসেরা অ্যাসোসিয়েট ক্রিকেটার হন নমিবিয়ার জেরার্ড এরাসমাস।
বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88