Hindustan Times
Bangla

বলিউডের বেতাজ বাদশা তিনি। একের পর এক হিট উপহার দিয়েছেন তিনি দর্শকদের। 

জানেন কি এই শাহরুখ খান একাধিক ছবিতে কাজ করার জন্য কোনও পারিশ্রমিক নেননি। 

পাঠান ছবিটির জন্য কোনও পারিশ্রমিক নেননি কিং খান। তবে এই ছবির মুনাফার মোটা অঙ্কের টাকা পেয়েছেন তিনি। 

জানা যায় ভূতনাথ ছবিটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কোনও টাকা নেননি শাহরুখ। 

এছাড়া জানা যায় হে রাম নামক ছবিটিতেও তিনি যে ক্যামিও করেছেন সেটার জন্য কোনও পারিশ্রমিক নেননি। 

ডিয়ার জিন্দেগি ছবিটির বাজেট কম রাখতে কোনও পারিশ্রমিক নেননি শাহরুখ খান। 

শাহরুখ খানকে শেষবার দেখা গিয়েছে ডাঙ্কি ছবিতে আগামীতে তাঁকে দেখা যাবে কিং ছবিতে।

caco88