By Abhisake Koley
Published 12 Feb, 2025
Hindustan Times
Bangla
প্রথম ভারতীয় হিসেবে একই মাঠে টেস্ট, ODI ও T20I শতরান গিলের, বিশ্বের ৫ জনের আছে এই নজির
বিশ্বের কোন ৫ জন ক্রিকেটার একই মাঠে তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক শতরান করেছেন, দেখে নিন তালিকা।
১. শুভমন গিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টেস্ট, ওয়ান ডে ও T20I সেঞ্চুরি করেছেন।
২. দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি'কক সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টেস্ট, ওয়ান ডে ও T20I সেঞ্চুরি করেছেন।
৩. পাকিস্তানের বাবর আজম করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টেস্ট, ওয়ান ডে ও T20I সেঞ্চুরি করেছেন।
৪. অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার অ্যাডিলেড ওভালে টেস্ট, ওয়ান ডে ও T20I সেঞ্চুরি করেছেন।
৫. দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু'প্লেসি জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে টেস্ট, ওয়ান ডে ও T20I সেঞ্চুরি করেছেন।
শুভমন গিল ২০২৫ সালে আমদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১১২ রান করেন।
গিল ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমদাবাদ টেস্টে ১২৮ রানের অনবদ্য ইনিংস খেলেন।
শুভমন ২০২৩ সালে আমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ১২৬ রান করে অপরাজিত থাকেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88