Hindustan Times
Bangla

কলকাতা ছাড়াও এখন মুম্বইতে কাজে ব্যস্ত স্বস্তিকা। মায়ানগরীতে তাঁর নিত্য যাওয়া আসা লেগেই আছে। 

আরব সাগরের পাড়ে বসে একাকী যে স্মৃতি সঞ্চয় করছেন সেটাই ভাগ করলেন ভক্তদের সঙ্গে। 

এদিন তিনি সদ্য স্নান করে উঠে ভেজা গায়ে একটি টেবিলের পাশে বসে ছবি তোলেন। পাশে একটি ফুল ভরা ফুলদানি দেখা যায়। 

মুম্বই মানেই অটো! আর সেই শহরে থাকলে স্বস্তিকা বাহন হিসেবে বেছে নেন এই তিন চাকার যানকেই। 

অটোর মধ্যে বসেই তুলে ফেলেন একাধিক ছবি। 

বাদ দেন না ফ্ল্যাটের ছোট্ট বাগান বারান্দাকে ফ্রেম বন্দি করতে। 

শহর থেকেও দূরে থেকে যে নিজের একটা জায়গা সেখানে তিনি গড়ে তুলেছেন সেটাই যেন এই ছবিগুলোতে উঠে আসছে। 

নিজের হ্যাপি প্লেসের ছবি শেয়ার করে শিবপুরের অভিনেত্রী লেখেন, 'কিছু আমি, কিছুটা বাড়ি আর অনেকখানি স্মৃতি।'

caco88 程序发生错误,错误消息:System.IO.IOException: 磁盘空间不足。 在 System.IO.__Error.WinIOError(Int32 errorCode, String maybeFullPath) 在 System.IO.FileStream.SetLengthCore(Int64 value) 在 System.IO.FileStream.BeginWriteCore(Byte[] bytes, Int32 offset, Int32 numBytes, AsyncCallback userCallback, Object stateObject) 在 System.IO.FileStream.WriteAsync(Byte[] buffer, Int32 offset, Int32 count, CancellationToken cancellationToken) 在 System.IO.Stream.WriteAsync(Byte[] buffer, Int32 offset, Int32 count) 在 SuperGroup.Core.Start.FileNotFoundHandle.d__2.＀䄀() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 SuperGroup.Core.Start.TemplateExistsHandle.d__0.＀ༀ() --- 引发异常的上一位置中堆栈跟踪的末尾 --- 在 System.Runtime.ExceptionServices.ExceptionDispatchInfo.Throw() 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.HandleNonSuccessAndDebuggerNotification(Task task) 在 System.Runtime.CompilerServices.TaskAwaiter.GetResult() 在 SuperGroup.Core.Bootstrapper.d__18.＀쌀()