Hindustan Times
Bangla

শাহরুখ খান মানেই টাইমলেস চার্ম। তাঁর অভিনয়, ম্যানারিজম, হাসিতে বারবার মুগ্ধ হন অনুরাগীরা। কিন্তু জানেন কি IMDb এর রেটিং অনুযায়ী অভিনেতার সেরা ছবি কোনগুলো? 

সবার প্রথমে আছে স্বদেশ। শাহরুখের এই ছবিটি ৮.২ রেটিং পেয়েছে IMDb তে। 

এরপর সামান্য নম্বর কম পেয়ে ৮.১ নিয়ে দ্বিতীয় স্থানে আছে চক দে ইন্ডিয়া। 

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিটি ৮.০ রেটিং পেয়েছে IMDb তে। 

চতুর্থ স্থানে আছে শাহরুখের মাই নেম ইজ খান। এটির প্রাপ্ত বড় ৭.৯। 

IMDb-র থেকে একই নম্বর পেয়েছে কাল হো না হো। 

বীর জারা ছবিটি আছে ষষ্ঠ স্থানে। এর প্রাপ্ত নম্বর ৭.৮। 

সপ্তমে আছে কভি হাঁ কভি না। এই ছবিটি ৭.৬ রেটিং পেয়েছে IMDb থেকে। 

৭.৬ রেটিং পেয়েছে শাহরুখ খানের ডর ছবিটিও। 

তারপর আছে দেবদাস ছবিটি। শাহরুখে এই ছবির প্রাপ্ত নম্বর ৭.৫। 

একই নম্বর পেয়েছে কুছ কুছ হোতা হ্যায় ছবিটি। 

caco88