Hindustan Times
Bangla

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড় হবেন কে? মনোনীত ১০ জনের তালিকা প্রকাশ ICC-র

চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারের দৌড়ে থাকা ১০ জনের তালিকায় চোখ রাখুন।

১. চার ম্যাচে ১০ উইকেট নেওয়া ম্যাট হেনরি রয়েছেন পুরস্কারের দৌড়ে।

২. চার ম্যাচে ৭ উইকেট নেওয়া নিউজিল্যান্ড দলনায়ক মিচেল স্যান্টনার রয়েছেন তালিকায়।

৩. চার ম্যাচে ২২৭ রান করা ও ৭টি ক্যাচ ধরা বিরাট কোহলি রয়েছেন টুর্নামেন্টের সেরার পুরস্কারের দৌড়ে।

৪. চার ম্যাচে ১৯৫ রান করা শ্রেয়স আইয়ারও মনোনীত হয়েছেন সেরার পুরস্কারের জন্য।

৫. চার ম্যাচে ১৮৯ রান করা কেন উইলিয়ামসন রয়েছেন তালিকায়।

৬. তিন ম্যাচে ২২৬ রান করা রাচিন রবীন্দ্রকেও রাখা হয়েছে মনোনীতদের তালিকায়। রাচিন ২টি উইকেটও নিয়েছেন।

৭. চার ম্যাচে ১৪৩ রান করা ও ৪টি দুর্দান্ত ক্যাচ ধরা গ্লেন ফিলিপসও রয়েছেন পুরস্কারের দৌড়ে। তিনি ২টি উইকেটও নিয়েছেন।

৮. তিন ম্যাচে ১২৬ রান ও ৭টি উইকেট সংগ্রহ করা আজমতউল্লাহ ওমরজাই রয়েছেন মনোনীতদের তালিকায়।

৯. দুই ম্যাচে ৭টি উইকেট সংগ্রহ করা বরুণ চক্রবর্তীও টুর্নামেন্টের সেরার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

১০. চার ম্যাচে ৮টি উইকেট সংগ্রহ করা মহম্মদ শামির নাম রয়েছে তালিকায় সবার শেষে।

caco88