By Moinak Mitra
Published 13 Mar, 2025
Hindustan Times
Bangla
আইপিএলের সফলতম অধিনায়ক কে?
মোট আট অধিনায়ক আইপিএল জিতেছেন, তাঁদের মধ্যে ৩জন একাধিক আইপিএল জিতেছেন
শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, শেন ওয়ার্ড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম গিলক্রিস্ট ১বার করে IPL জিতেছেন
একবার করে IPL জেতা অধিনায়কদের মধ্যে হার্দিকের ম্যাচ জয়ের শতাংশ সব থেকে বেশি (৫৭.৭৭%)
অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ১৫৮ ম্যাচের মধ্যে ৮৭টি ম্যাচে জিতেছেন(৫৫.০৬%), পাঁচবার শিরোপা জিতেছেন
গৌতম গম্ভীর অধিনায়ক হিসেবে ১২৯টি ম্যাচের মধ্যে ৭৯টি ম্যাচে জিতেছেন(৫৫.০৩%), শিরোপা জিতেছেন ২বার
অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ২২৬ ম্যাচের মধ্যে জিতেছেন ১৩৩ ম্যাচে(৫৮.৮৪%(, শিরোপা জিতেছেন পাঁচবার
সচিন তেন্ডুলকর ১০ ম্যাচে অধিনায়কত্ব করে ৫৮.৮২ % শতাংশ ম্যাচে জিতেছেন
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88