জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজের অবস্থান বদল করে গ্রহরা। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। জ্যোতিষ গণনা বলছে, মীন রাশিতে এবার বুধ, শুক্র ,ജ শনি, রাহু মিলিয়ে তৈরি হবে চতু্র্গ্রহী যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা সমৃদ্ধি পাবেন। এই যোগ নির্মাণ আর কয়েকদিন পরই হবে। সেই তারিখ জানার আগে দেখে নিন, কোন কোন রা🐷শি এর জেরে সুখের মুখ দেখতে চলেছে।
কন্যা
এই যুতি আপনার রাশিতে সপ্তমভাবে তৈর♛ি হতে চলেছে। এরফলে এই সময় বিবাহিত ব্যক্তিদের ভাগ্যে ভালো সময় আসতে চলেছে। জীবনসঙ্গীর উন্নতি দেখতে পাবেন। কোনও অংশিদারীর কাজে যোগ্য সঙ্গত পাবেন। আপনার ব্যক্তিত্বে উন্নতি আসবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। চাকরিতে প্রমোশনের সঙ্গে সঙ🎉্গে দায়িত্ব বাড়বে। জনসমাজে আপনার ভাবমূর্তি ভালোর দিকে যাবে।
বৃষ
এই যোগ আপনার ভাগ্যে আয় আর লাভের স্থানে তৈরি হবে। এই সময়কালে আপনার আয়ে হু হু করে বেড়ে যেতে পারে। আপনি বহু জায়গা থেকে আয় করে যেতে পারেন। টাকা রোজগারের সূত্র🧸 বাড়বে। কেরিয়ারে নতুন কোনও প🍷্রজেক্টের শুরু হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময় আগের থেকে ভালোর দিকে যাবে। এই সময় বিনিয়োগেও ভালো লাভ আসবে। সন্তানের সঙ্গে জড়িত কোনও ভালো খবর পেতে পারেন।
কর্কট
এই যুতি আপনার ভাগ্যস্থানে হচ্ছে। সব কাজে এই সময় পাবেন ভাগ্যের সঙ্গত। নতুন কাজ শুরু করার পক্ষে এই সময় ভালো। কোনও বড় লক্ষ্য পার করতে হলে এই সময় ভালো কাটবে। আপনি কোথাও যেতে চাইলে লাভ পাবেন। ൩আপনার যাত্রার ফলে লাভ পাবেন। কোনও ধার্মিক কাজের সঙꦯ্গে সংযুক্ত হবেন। মনের অনেক রকমের ইচ্ছা পূরণ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা বসছেন, তাঁরাও বিপুল লাভ এবার পেতে থাকবেন।
চতু্র্গ্রহী যোগ কবে?
এই চতুর্গ্রহী যোগ ১৪ এপ্রিল তৈরি হতে চলেছ🐲ে। সেদিনই আবার সূর্যেরও রয়েছে মীꦫনে গোচর।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নিꦺর্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)