জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব ও শুক্রের আলাদা মাহাত্ম্য রয়েছে। একটি নির্দিষ্ট সময় পর পর সূর্য নিজের নক্ষত্র পরিবর্তন করে থাকে। যার প্রভাব সমস্ত রাশিতে পড়তে থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য এই সময় মূল নক্ষত্রে অবস্থান করছেন। তবে বছরের শেষ দিকে, সূর্য, পূর্বষঢ়া নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। সূ𒀰র্য, শুক্রের নক্ষত্র পূর্বষঢ়ায় প্রবেশ করতেই, তার প্রভাব সমস্ত রাশিতে পড়বে। তবে বিশেষ ৩ রাশি এক্ষেত্রে লাভবান হবে। কারা কারা লাকি? দেখে নেওয়া যাক।
কবে রয়েছে সূর্যের এই নক্ষত্র গোচর?
২৭ নক্ষত্রের মধ্যে পূর্বষঢ়া নক্ষত্র ২০ তম নক্ষত্র। আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২ টা ৩৪ মিনিটে সূর্য প্রবেশ করে🍸 যাবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। বছরের শেষে ধনু রাশিতে সূর্য বিরাজ করবেন। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কারা লাকি।
মেষ
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। কেরিয়ারের দ꧋িক থেকে দেখলে, দীর্ঘ দূরত্বের♐ কোনও জায়গায় যেতে পারেন। এরফলে আপনার বহু লাভ হতে পারে। ব্যবসায় এই রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। আর্থিক পরিস্থিতির দিক থেকে এই সময় রোজগারের রাস্তা আরও বাড়বে। আপনি ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পাবেন। প্রেম জীবন খুশিতে ভরে থাকবে।
মিথুন
দীর্ঘ দিন ধরে কোনও কিছু নিয়ে চেষ্টা করলে, তার লাভ পেতে পারেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে। কেরিয়ারের দিক থেকে পাবেন লাভ। ব্যবসার দিক থেকে আপনি পাবেন লাভ। আর্থিক পরিস্থিতির দিক থেকে দেখলে আপনি বহু♏ টাকা রোজগার করতে পারবেন। সঙ্গীর সঙ্গে কোনও ট্রিপে যেতে পারেন।
বৃশ্চিক
কর্মস্থলে কোনও প্রজেক্টে 🌱দীর্ঘদিন ধরে যদি আপনি লেগে থাকেন, তাহলে তা থেকে পাবেন বিপুল লাভ। নতুন চাকরি পেতে পারেন। ব্যবসায়িক দিক থেকে কোনও প্রকল্প তৈরি হলে, তাতে পাবেন সাফল্য। আর্থিক পরিস্থিতির দিক থেকে বলা যায়, আপনার যোজনা সব কয়টিই সাফল্য আনবে। খুব টাকা রোজগারের সময় আসꦬবে বছরের শেষ লগ্নে। সঞ্চয়ও হবে। প্রেম জীবন ভালো কাটবে।