ౠ শহর কলকাতা সেজে উঠেছে ক্রিসমাসের উৎসবে। বছর শেষের উৎসবে গোটা শহর আলোর রোশনাইতে সেজে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নেমেছে। পার্ক স্ট্রিট চত্বরে ক্রমেই ভিড় বাড়ছে। এরই মাঝে অনেকের প্ল্যান থাকে রাত বাড়তেই পার্কস্ট্রিটে যাওয়ার। তেমন প্ল্যান থাকলে, যেতে পারেন মেট্রোতেও। দেখে নিন আজ রাত কতক্ষণ পর্যন্ত মেট্রো পরিষেবা থাকছে, তার হদিশ।
মেট্রোর সময় সীমা:-
♑বুধবার, ২৫ ডিসেম্বরের অনেক রাত পর্যন্ত চলবে মেট্রো। কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়। সেই মেট্রো চড়ে, কবি সুভাষ থেকে আসা অনেকেই রাত ১১.৩০ মিনিটে পৌঁছে যেতে পারেন পার্কস্ট্রিটে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে রাতে আজ শেষ মেট্রো ট্রেন ছাড়বে ১০. ৫৩ মিনিটে। যাতে সকলেই বড়দিনের ছুটি উপভোগ করতে পারেন, তার কথা ভেবে এই বেশিক্ষণ সময় ধরে মেট্রো চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রতিবারই বড়দিনের রাতে, রাত বাড়তেই ভিড় হয় ধর্মতলা, ময়দান চত্বরে। তবে চিন্তা থেকে যায় বাড়ি ফেরা নিয়ে। রাতের দিকে বাড়ি ফিরতে কোন গাড়ি পাওয়া যাবে, বা শেষ মেট্রো ক'টায় তা নিয়ে চিন্তা থেকেই যায়। সেই জায়গা থেকে জানা যাচ্ছে, কবি সুভাষ থেকে রাত ১০.৪০ এর বদলে আজ বুধবার শেষ মেট্রো ছাড়বে রাত ১১ টায়। এই রাত ১১ টায় কবি সুভাষ থেকে ছাড়া মেট্রো যাবে দমদমে। দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০ টা ৪৯ মিনিটে। এছাড়াও জানানো হয়েছে, দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত আজ মেট্রো চলছে ৭ মিনিটের ব্যবধানে। ফলে ৭ মিনিট অন্তর এই সময় মেট্রো পাওয়া যাবে। এর ফলে ভিড়ের চাপ বেশ কিছুটা সহজে সামলানো যাবে বলে আশা করা হচ্ছে। তবে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে আজ কম মেট্রো চলার কথা।
বাস পরিষেবা:-
🐎বড়দিন উপলক্ষ্যে শহরে আজ জন প্লাবনের আশা। জেলা থেকে ট্রেনে চড়ে অনেকেই কলকাতায় এদিন ছুটি কাটাতে আসতে পারেন। হাওড়া ও শিয়ালদা, দুই স্টেশনেই চলবে বাড়তি বাস।জানা যাচ্ছে, পার্কস্ট্রিট সংলগ্ন জায়গা থেকে এসি। নন এসি সমস্ত রকমের বাস আজ পাওয়া যাবে। এছাড়াও ২৫ ডিসেম্বর ছাড়াও, ২৯, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি, ইকো পার্কে স্পেশ্যাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন নিগম। ইকো পার্কের ভিড় সামলাতেই এই বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা শহরে। ৩১ ডিসেম্বরের মতো গুরুত্বপূর্ণ দিনে শহরে বাড়তি বাস চালানোর কথা জানিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। এছাড়াও এই সময়টা জুড়ে শহরের রাস্তায় সারা রাত অ্যাপ ক্যাব ট্যাক্সিও থাকবে যথেষ্ট পরিমাণে, এমনই তথ্য জানানো হয়েছে।