আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ, ২০২৫) নারী শক্তিকে সম্মান জানাতে এবং নারীর ক্ষমতায়ন আরও প্রসারিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল ভারতীয় রেলের আলিপুরদুয়ার ডিভিশন। রেল সূত্রে জানা গিয়েছে, এই ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল কোচবিহার। আগামী ৮ মার্চ থেকে সেই স্টেশনই হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত একটি স্টেশন।উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপকে উদ্ধৃত করে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ইতিমধ্যেই এই বদল সংক্রান্ত সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এখন শুধুই নতুন করে পথ চলা আরম্ভ করার অপেক্ষা!এবার থেকে এই স্টেশনের টিকিট পরীক্ষক থেকে শুরু করে স্টেশন মাস্টার, টিকিট কাউন্টারের কর্মী কিংবা আরপিএফ নিরাপত্তাকর্মী - সব ক্ষেত্রেই কেবলমাত্র মহিলারাই দায়িত্বে মোতায়েন থাকবেন। প্রসঙ্গত, এই উদ্যোগ বাস্তবায়িত হয়ে গেলে আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে এই কোচবিহারই হবে প্রথম সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত কোনও স্টেশন।তবে, বাংলা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্য়েই সম্পূর্ণ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত রেল স্টেশন রয়েছে। যার মধ্যে অন্যতম হল - উত্তরবঙ্গে তথা বাংলার শিলিগুড়ি টাউন স্টেশন। এবার সেই তালিকায় আলিপুরদুয়ার ডিভিশনের কোচবিহার স্টেশনেরও নাম উঠতে চলেছে।তথ্য বলছে, আলিপুরদুয়ার ডিভিশনে সব মিলিয়ে মোট ৮৫টি স্টেশন রয়েছে। যার মধ্য়ে এই কোচবিহার স্টেশনটি তৈরি হয়েছিল সেই রাজ আমলে। সেই সময় রাজা, মহারাজারা এখান থেকে ট্রেনে উঠতেন এবং বাংলাদেশের (বর্তমান) মধ্য়ে দিয়ে কলকাতায় যাতায়াত করতেন।এই ঐতিহাসিক গুরুত্বের জন্য ইতিমধ্যেই হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে কোচবিহার রেল স্টেশনকে। আর এবার এই স্টেশনই হতে চলেছে আলিপুরদুয়ার ডিভিশনের প্রথম মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত রেল স্টেশন। বর্তমানে অবশ্য নিউ কোচবিহার ও বামনহাট রেল রুটের মধ্যে প্রাচীন ও ঐতিহ্যশালী এই স্টেশনটি পড়ে।রেল সূত্রে জানা গিয়েছে, কোচবিহার স্টেশন যে এবার থেকে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি স্টেশন হতে চলেছে, তা জানিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল মন্ত্রক।জানা গিয়েছে, আগামিকাল (শনিবার - ৮ মার্চ, ২০২৫) কোচবিহার স্টেশনে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানেই সরকারিভাবে কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত স্টেশন হিসাবে ঘোষণা করা হবে।