আইপিএল ২০২৫-এর ১৩ত ম্যাচে রবি বিষ্ণোইয়ের ক্যাচ নয়, রিকি পন্টিংয়ের মন জিতল বল বয়ের ফিল্ডিং। পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে অসাধারণ ক্যাচ নেওয়ায় বল বয়ের জন্য হাততালিও দিলেন পঞ্জাবের কোচ। মুহূর্তে ভাইরাল হয়ে গেল ভিডিয়ো। মঙ্গলবার (১লা এপ্রিল) আইপিএল ২০২৫-এর পঞ্জাব কিংস (PBKS) ꦫবনাম লখনউ সুপার জায়ান্টস (LSG) ম্যাচে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকল লখনউয়ের ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়🦂ী একানা ক্রিকেট স্টেডিয়াম।
পঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং বল বয়ের অসাধারণ ক্যাচ দেখ🍃ে অবাক হয়েগেলে। সেই বল বয়ের প্রশংসাও করলেন তিনি। ম্যাচ চলাকালীন, পন্টিং মার্কাস স্টইনিসের পাশে বসেছিলেন। সেই সময়ে ম্য়াচের দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে, লখনউ সুপার জায়ান্টসের লেগ-স্পিনার রবি বিষ্ণোই অফ-স্টাম্পের বাইরে একটি লুপিং ডেলিভারি করেন। পঞ্জাবের ব্যাটসম্♏যান নেহাল ওয়াধেরা এগিয়ে এসে জোরালো শটে বলটিকে ওয়াইড লং-অন সীমানার ওপরে পাঠান।
আরও পড়ুন … IPL 2025 Points🌼 Table: দুইয়ে উঠল পঞ্জাব, নামল লখনউ! শ্রেয়সদের জয়ে MI-র লাভ, নেমে গেল DC
ঠিক সেই মুহূর্তে, সীমানার বাইরে দাঁড়িয়ে থাকা এক বল বয় অসাধারণ দক্ষতায় ক্যাচটি ধরে ফেলেন। এই দুর্দান্ত ক্যাচ দেখে রিকি পন্টিং হাততালি দিয়ে প্রশংসা করেন। এক সময়ের বিশ্বসেরা ফিল্ডারদের অন্যতম এই কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে বল বয়ের জন্য এক গর্𒅌বের মুহূর্ত ছিল।
এই ঘটনায় আবারও স্পষ্ট হল যে, ক্রিকেটের প্রতিটি ব্যক্তি—চেনা কিংবা অচেনা—মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পন্টিংয়ে𓂃র এই প্রশংসা খেলার♊ প্রতি তাঁর সম্মান ও স্পোর্টসম্যানশিপের পরিচয় বহন করে।
ভিডিয়োটি দেখুন এখানে:
আরও পড়ুন … ভিডিয়ো:๊ এটাই কি IPL 2025-এর সেরা ক্যাচ! বিষ্ণোই-বাদোনির জুটিতে আউট প্রভসিমরন
সহজ জয়ে দুর্দান্ত ফর্ম বজায় রাখল পঞ্জাব কিংস
পঞ্জাব কিংস তাদের দারুণ ছন্দ বজায় রেখে লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করতে নেমে LSG নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। নিকোলাস পুরান ৩০ বলে ৪৪ রান করেন (৪টি চার, ২টি ছয়), আয়ুষ বাদোনি ৪১ রান করেন, আর ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান আব্দুল সামাদ। শেষের দিকে আর্শদীপ সিংয়ের করা ১৯তম ওভারে ২০ রান নেয় লখনউ, যা তাদের স্কোরবোর্ডকে একটু শক্🔯তিশালী করে তোলেꦯ।
আরও পড়ুন … IPL 2025: ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ লাইভ শো🐠-তে ঋষভ পন্তকে খোঁচা দিলেন সুনীল গাভাসকর
পঞ্জাব কিংসের সহজ জয়
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ বল বাকি থাকতেই পঞ্জাব জয় নিশ্চিত করে। প্রভসিমরন সিং ৬৯ রানের ঝ🐻োড়ো ইনিংস খেলে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। এরপর দিগ্বেশ রাঠি তাঁকে আউট করলেও, শ্রেয়াস আইয়ার ও নেহাল ওয়াধেরা মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আইয়ার ৫২ রানে অপরাজিত থাকেন, আর ওয়াধেরা ৪৩ রান করে দলকে সহজ জয় এনে দেন। পঞ্জাব ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে।