🅺 তৃণমূল মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছেন। এর পর মুসলিমদের তৃণমূলের হাত থেকে রক্ষা করতে হবে। এবার মুসলমানদের মুসলমানদের নিয়ে ভাবা দরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালে এই মন্তব্য করেন তিনি। দিলীপবাবুর সাফ কথা, কেউ মুসলিম নিয়ে রাজনীতি করলে বিজেপিরও হিন্দুদের নিয়ে রাজনীতি করার অধিকার রয়েছে।
🌳বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ উঠছে বলে প্রশ্ন করলে দিলীপবাবু বলেন, ‘একশো বার বিভাজন করব। কেউ যদি মুসলিম নিয়ে রাজনীতি করে হিন্দুদের নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে। কারণ, এখানে এখনও ৭০ শতাংশের বেশি হিন্দু আছে। যদি কেউ নো ভোট টু বিজেপি বলতে পারে, আমাদের নেতা তার উলটোটা বলতে পারে না? হিন্দুদের আজ তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। আর কালকে মুসলমানদেরও তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। মুসলিমদের ক্রিমিনাল বানিয়েছে তৃণমূল। সিপিএম - কংগ্রেসও করেছে। গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার। আমাদের মুসলমানদের ভোট দরকার নেই। কিন্তু মুসলমানদের মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে।’
൩কিন্তু ৩০ শতাংশ মুসলিমের রাজ্য পশ্চিমবঙ্গে কি মুসলিমদের ভোট ছাড়া ক্ষমতায় আসা সম্ভব? জবাবে দিলীপবাবু বলেন, ‘মুসলমানদের ভোট ছাড়াই আমরা তিন বার ক্ষমতায় এলাম। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলমান অসমে আছে। সেখানে ২ বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসব, দাঁড়িয়ে দেখতে হবে সবাইকে।’