আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা এখনও রহস্যময়। অনেক দাবি, অনেক প্রশ্ন। কিছু প্রশ্নের উত্তর মেলে। কিছু প্রশ্নের উত্তর মেলে না। এদিক আরজি করের ঘটনার পর থেকেই বার বার দাবি করা হয়েছিল যে সেই সময় যারা ডিউটিতে ছিলেন সেই নার্সদের একাংশ অনেক কিছু জানেন। কেন তাদের জেরা করা হচ্ছে না সেই প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে। এবার ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন সাতজন নার্সকে তলব করেছে সিবিআই। চেস্ট মেডিসিনের চারজন নার্স সিবিআই তলবে হাজꦆির হয়েছিলেন। তাদের মধ্যে একজন নার্সের সঙ্গে কথা বলেছে টিভি ৯ বাংলওা।
আসলে তাঁর মোবাইলে একটি ভিডিয়ো ছিল বলে দাবি করা হয়। পরে সেই চাপে পড়ে সেই মোবাইলের ভিডিয়ো তিনি মুছে দিয়েছিলেন। এমনটাও বিভিন্ন মহলে দাবি করা হয়। কিন্তু সেটা মানতে চাননি ওই নার্স। এবার সিবিআই দফতর🎉ে হাজিরা নার্সের। সেই নার্সের সঙ্গে কথা বলেছে টিভি ৯ বাংলা।
আপনার কাছে কি কোনও ভিডিয়ো ছিল? আপনি কি মোবাইলে কোনও ছবি তু🔯লে রেখেছিলেন? এই প্রশ্নে চুপ করেছিলেন নার্স।
তাঁ♏কে প্রশ্ন করা হয়েছিল আপনি নিজেকে এভাবে আড়াল করে রেখেছিলেন কেন?
সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আড়াল করার কী আছে?
এরপর তাঁকে প্রশ্ন🎉 করা হয়, আপনার কাছে💦 কি কোনও ভিডিয়ো ফুটেজ ছিল সেই রাতে? যেটা আপনি ডিলিট করে দিয়েছেন?
তিনি উত্তর দেন, নাহ!
আপনি কি ইন্টার্নের অ্যাপ্রনে রক্তের দাগ দেখেছেন?
সেই প্রশ্নের উত্তরে চুপ করে থাকেন নার্স। তিনি বলেন, আমার যা বলার ওখানে বলেছি। তদন্তের জন্য ওনারা আমায় ডেকেছে আমি অ্যাটেইন করেছি।&n𓆉bsp;
এবার প্রশ্ন করা হয়, তিলোত্তমার বাবা মাও বলেছিলেন আপনার বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কাছে ভিডি🍨য়ো ফুটেজ প🎶র্যন্ত রয়েছে সেই রাতের…
তিনি উত্꧟তর দেন, কী জানি! আমি কিছু জানি না🧸।…পালটা তিনি প্রশ্ন করেন কীসের ফুটেজ, কী ফুটেজ?
তা༒হলে কী সবটা ভুল বলছেন তিলোত্তমার ব💎াবা মা? আপনি কি সবটাই হ্যান্ডওভার করে দিয়েছেন?
সেই প্রশ্নের উত্তরে নার্স বলেন, কোথা থেক💃ে কী খোঁজ পান, আপনারাই জানেন।
এখানেই প্রশ্ন সেই রাতে ঠিক কী হয়েছিল সেটা সেই রাতে যারা ডিউটিতে ছিলেন সেই নার্সরা, সেই চিকিৎসকরা, সেই ইন্টার্নরা কতটা জানেন, আর কতটা তাঁরা সামনে আনছেন কতটা ౠঢেকে রাখছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কা🥃রণ তার উপর তদন্তের একটা বড় অংশ নির্ভর করছে। এমনটাই মত অনেকের।