গত ১৩ বছর ধরে একই ধারা বজায় রেখে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে নিজেদের ওপেনিং ম্যাচে হারার রীতি ২০২৫ মরশুমেও পাল্টাল না। ২০১২ সালে শেষ বার মুম্বই আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছিল। তার পর ২০১৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুম্বই আর কখনও আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ জেতেনি। রবিবার ২০২৫ মরশুমে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল তারা। সেই ম🍰্য়াচ মুম্বই ৪ উইকে⭕টে হেরে যায়।
চেন্নাইয়ের কাছে টস হেরে এই ম্যাচে প্রথমে ব্ꦫযাট করতে নেমেছিল মুম্বই। তারা ৯ উই🤡কেট হারিয়ে ১৫৫ রান করেছিল। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং রচিন রবীন্দ্রের দুর্দান্ত হাফ সেঞ্চুরির হাত ধরে সিএসকে পাঁচ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচ হারার পর সূর্যকুমার যাদব দাবি করেছেন, তাঁরা ১৫-২০ রান কম করেছিলেন। প্রসঙ্গত, এদিনের ম্যাচে হার্দিক পান্ডিয়া খেলতে না পারায়, স্কাই মুম্বইকে নেতৃত্ব দিয়েছিলেন।
আরও পড়ুন: অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁক🐠িয়েই MI-কে ঠুকলেন ইশান কিষাণ
ম্যাচ জেতার পর কী বললেন সূর্যকুমার যাদব?
ম্যাচের পর উপস্থাপনা অনুষ্ঠানে সূর্যকুমার যাদব বলেন যে, তাঁর দল ১৫-২০ রান কম করেছিল। তবে দলের খেলোয়াড়রা অল্প পুঁজি নিয়েই যেভাবে লড়াই করেছেন তাঁর প্রশংসা করেছেন সূর্য। তিনি বলেন, ‘আমরা আসলে ১৫-২০ রান কম করেছিলাম। তবে ছেলেরা যে লড়াইটা করেছে, তা প্রশংসনীয়।’ সেই সঙ্গে তিনি যোগ করেছেন, ‘শিশির ছিল না, তবে এই উইকেটটি বেশ চটচটে ছিল। রুতুরাজ যেভা𝄹বে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল, ও আমাদের হাত থেকে ম্যাচ বের করে নেয়।’
বিগ্নেশের আপ্লুত স্কাই
মুম্বই ইন্ডিয়ান্সের অনামী বিগ্নেশ পুথুর এদি꧂ন সকলের নজর কাড়েন। ২৪ বছরের স্পিনার আইপিএলের অভিষেকেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তিনি ফেরান রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে এবং দীপক হুডাকে। তবে মুম্বইয়ের স্কোর এদিন এতটাই কম ছিল যে, বিগ্নেশের লড়াই বিফলে যায়। তবে ম্যাচের শেষে সূর্যকুমার🌱 যাদব প্রশংসায় ভরিয়ে দেন তরুণ স্পিনারকে। বলেন, ‘বিগ্নেশ দুর্দান্ত। মুম্বই এমন ক্রিকেটারদের খুঁজে বার করতে দক্ষ। ১০ মাস ধরে স্কাউটেরা এই কাজটাই করে থাকেন। বিগ্নেশ সেটারই ফল। আমি বিগ্নেশের এক ওভার রেখে দিয়েছিলাম শেষ দিকে করানোর জন্য। কারণ মনে হয়েছিল ম্যাচটা শেষ ওভার পর্যন্ত যেতে পারে। তবে বিগ্নেশকে ১৮তম ওভার দেওয়ার জন্য খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না।’