চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারানো কঠিন কাজ সন্দেহ নেই। তবে মুম্বই ইন্ডিয়ান্স বরাবর প্রমাণ করেছে যে, ধোনিদের চিপকে হারানো অসম্ভব নয়। আইপিএল ২০২৫-এর আগে পর্যন্ত এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোট ৯টি ম্যাচ খেলে মুম্বই ইন্ডিয়ান্স। ৬টি ম্যাচ জেতে এমআই এবং ৩টি ম্যাচে হারের মুখ দেখতে হয় তাদের। অর্থাৎ, অ্যাওয়ে ম্যাচে🌠ও এক্ষেত্রে পাল্লা ভারি ছিল মুম্বইয়ের। রবিবার ফের সেই চিপকে সিএসকের মুখোমুখি হয় মুম্বই। শেষ পর্যন্ত মুম্বই তাদের আধিপত্য বজায় রাখতে পারেনি। চেন্নাই নিজেদের দুর্গ মজবুত করে নেয়।
CSK vs MI, IPL 2025 Live Score: ম্যাচের সেরা নূর
৪ ওভার বল করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেওয়ার সুবাদে ম্যাচের সেরা 𝓡ক্রিকেটারের পুরস্কার জেতেন চেন্নাই সুপার কিংসের আফগান স্পিনার নূর আহমেদ।
CSK vs MI, IPL 2025 Live Score: চার উইকেটে জয় চেন্নাইয়ের
১৯.১ ওভারে মিচেল স্যান্টনারের বলে ছক্কা হাঁকিয়ে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন রাচিন রবীন্দ্র। মুম্বইয়ের ৯ উইকেটে ১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৮ রান তুলে ম্যাচ জিতে যায় চেন্নাই। অর্থাৎ, ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জে♔তে সিএসকে। ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন। ধোনি ২ বল খেলে নট-আউট থাকেন। তিনি কোনও রান করেননি। স্যান্টনার ২.১ ওভারে ২৪ রান খরচ করেন।
CSK vs MI, IPL 2025 Live Score: রান-আউট জাদেজা
১৮.৪ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন রবীন্দ্র জাদেজা। ১৮ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৫২ রান♛ে ৬ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন মহেন্দ൲্র সিং ধোনি। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১৫২ রান। জিততে শেষ ওভারে ৪ রান দরকার চেন্নাইয়ের। রাচিন ৫৯ রানে ব্যাট করছেন। নমন ৩ ওভারে ১২ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: জিততে ২ ওভারে ৬ রান দরকার চেন্নাইয়ের
১৮তম ওভারে বিগনেশ পুথুরের বলে ২টি ছক্কা মারেন রাচিন রবীন্দ্র। তিনি ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৫০ রান। জিততে ২ ওভারে ৬ রান দরকার সিএসকের। রাচিন ৫৯ ও জাদেজা ১৫ রানে ব্যাট করছেন। বিগনেশ ৪ ওভারে ৩২ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।আরও পড়ুন:🎀- SRH vs RR All Awards List: ম্যাচ জেতানো শতরানে๊ ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন, দেখে নিন তালিকা
CSK vs MI, IPL 2025 Live Score: জিততে ৩ ওভারে ২১ দরকার চেন্নাইয়ের
১৭তম ওভারে বোল্টের বলে ১টি চার মারেন জাদেজা। ওভারে ১০ রান ওঠে। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১৩৫ রান। জিততে ৩ ওভারে ২১ রান দরকার তাদের। ৪৬ রানে ব্যাট কর🐈ছেন রাচিন। ১৩ রানে ব্যাট করছেন জাদেজা। বোল্ট ৩ ওভারে ২৭ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: নমনের ওভারে ৬ রান
১৬তম ওভারে ৬ রান খরচ করেন নমন ধীর। চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১২৫ রান। ৪৪ রানে ব্যাট করছেন রাচিন। জাদেজা 🍒ব্যাট করছেন ৫ রানে। নমন ২ ওভারে ১০ রান খরচ করেছেন। জিততে ৪ ওভারে ৩১ রান দরকার সুপার কিংসের।
CSK vs MI, IPL 2025 Live Score: উইল জ্যাকসের শিকার স্যাম কারান
১৪.১ ওভারে উইল জ্যাকসের বলে বোল্ড হ🎶য়ে মাঠ ছাড়েন স্যাম কারান। ৯♓ বলে ৪ রান করেন কারান। ১১৬ রানে ৫ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন জাদেজা। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৫ উইকেটে ১১৯ রান। ৪১ রানে ব্যাট করছেন রাচিন। উইল জ্যাকস ৪ ওভারে ৩২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: নমনের ওভারে ৪ রান
১৪তম ওভারে ৪ রান খরচ করেন নমন ধীর। ১৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১১৬✅ রান। ৪০ রানে ব্যাট করছেন রাচিন। ৪ রানে ব্যাট করছেন কারান। জিততে ৬ ওভারে ৪০ রান দরকার চেন্নাইয়ের।
CSK vs MI, IPL 2025 Live Score: জ্যাকসের ওভারে ৪ রান
১৩তম ওভারে ৪ রান খরচ করেন উইল জ্যাকস। চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১১২ রান। ৩৮ রানে ব্যাট করছেন রাচিন। ২ রানে ব্য়াট করছেন🥃 কারান। জ্যাকস ৩ ওভারে ২৯ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: বিগনেশের তৃতীয় শিকার হুডা
নিজের অভিষেক ম্যাচে তৃতীয় ওভার বল করতে এসে তিন উইকেট তুলে নিলেন ব𝔍িগনেশ পুথুর। ১১.৪ ওভারে পুথুরের বলে রাজুর হাতে ধরা পড়েন দীপক হুডা। ৫ বলে ৩ রান করেন তিনি। চেন্নাই ১০৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১০৮ 🅷রান। রাচিন ৩৫ রানে ব্যাট করছেন। বিগনেশ ৩ ওভারে ১৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
CSK vs MI, IPL 2025 Live Score: ১০০ ছুঁল চেন্নাই সুপার কিংস
১১তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মিচেল স্যান্টনার। চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১০০ রান। রাচিন ২৮ ও হুডা ৩ রানে ব্যাট করছেন। স্যান্টꦰনার ২ ও🐬ভারে ১৮ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: বিগনেশের দ্বিতীয় শিকার দুবে
৯.৪ ওভারে বিগনেশ পুথুরের বলে ছক্কা হাঁকানোর চেষ্টায় তিলক বর্মার হাতে ধরা পড়েন শিবম দুবে। ৭ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। চেন্নাই ৯৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ১০ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৯৬ রান। জিততে শেষ ১০ ওভারে ৬০ রান দরকার তাদের। ২৬ রানে ব্যাট করছেন রাচিন। বিগনেশ ২ ༺ওভারে ৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: জ্যাকসকে ছক্কা দুবের
নবম ওভারে উইল জ্যাকসের শেষ বলে ছক্কা মারেন শিবম দুবে। ওভারে ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯২ রান। ২৩ 🎃রানে ব্যাট করছেন রাচিন। ৯ রানে ব্যাট করছেন দুবে। জ্যাকস 🍷২ ওভারে ২৫ রান খরচ করেন।
CSK vs MI, IPL 2025 Live Score: রুতুরাজকে ফেরালেন বিগনেশ
৭.৫ ওভারে অভিষেককারী বিগনেশ পুথুরের বলে উইল জ্যাকসের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ২৬ বলে ৫৩ রান করে মাঠ ছাড়েন রুতু। তিনি ৬টি চার ও🍒 ৩টি ছক্কা মারেন। ৭৮ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন শিবম দুবে। ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৭৯ রান। রাচিন ২১ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: হাফ-সেঞ্চুরি রুতুরাজের
সপ্তম ওভারে বল করতে আসেন উইল জ্যাকস। তাঁর ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন রুতুরাজ। রুতু ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে🎉 ব্যক্তিগত অর্ধশতরান ▨পূর্ণ করেন। ৭ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৭৪ রান। রুতু ৫০ ও রাচিন ২০ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল চেন্নাই
ষষ্ঠ ওভারে বল করতে আসেন মিচেল স্যান্টনার। ওভারের তৃতীয় বলে ছক্কা মারেন রুতুরাজ। ওভারের শ꧃েষ ২টি বলে পরপর ২টি চার মারেন তিন🅷ি। মোট ১৪ রান ওঠে ওভারে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৬২ রান। ৪২ রানে ব্যাট করছেন রুতুরাজ। ১৬ রানে ব্যাট করছেন রাচিন।
CSK vs MI, IPL 2025 Live Score: রাজুর ওভারে জোড়া বাউন্ডারি রুতুর
পঞ্চম ওভারে বল করতে আসেন সত্যনারায়ণ রাজু। তাঁর দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন রু⭕তুরাজ। ওভারে মোট ১৩ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৪৮ রান। রুতুরাজ ২৮ ও রাচিন ১৬ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: চাহারের ওভারে চার-ছক্কা
চতুর্থ ওভারে দীপক চাহারের দ্বিতীয় বলে চার মারেন রাচিন। চতুর্থ বলে ছক্কা হাঁকান রুতুরাজ। ওভারে ১১ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৩৫ রান। ১৮ রানে ব্যাট করছেন রুতুরাজ। ১৪ রানে ব্যাট করছেন রাচিন। চাহার ২ ওভারে ১৮ রান খরচ করে ১টি উইকেট নিয়েছ🌊েন।
CSK vs MI, IPL 2025 Live Score: বোল্টের ওভারে জোড়া বাউন্ডারি রুতুর
তৃতীয় ওভারে পুনরায় বল 🌌করতে আসেন ট্রেন্ট বোল্ট। তাঁর প্রথম ২টি বলেই পরপর ২টি চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় বলে ২ রান নেন তিনি। ওভারে ১২ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ২৪ রান। রুতু ১২ ও রাচিন ৯ রানে ব্যাট করছেন। বোল্ট ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: ত্রিপাঠীকে ফেরালেন চাহার
দ্বিতীয় ওভারে বল করতে আসেন দীপক চাহার। দ্বিতীয় বলে চার মারেন রাচিন রবীন্দ্র। ১.৪ ওভারে চাহারের বলে রিকেলটনের দস্তানায় ধরা পড়েন রাহুল ত্রিপাঠী। ৩ বলে ২ রান করেন তিনি। চেন্নাই ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রুতুরাজ গায়কোয়⛎াড়। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ১২ রান। ৮ রানে ব্যাট করছেন রাচিন।
CSK vs MI, IPL 2025 Live Score: রুতু নয়, রাচিনের সঙ্গে ওপেনে ত্রিপাঠী
চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেন করতে নামেন রাচিন রবীন্দ্র ও ইমপ্যাক্ট প্লেয়ার রাহুল ত্রিপাঠী। রুতুরাজ ওপেন করতে নামেননি। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট ꧂বোল্ট। প্রথম ওভারে কোনও উইকেট না ꧒হারিয়ে ৫ রান সংগ্রহ করে চেন্নাই। মুম্বই রোহিতকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামায় বিগনেশ পুথুরকে।
CSK vs MI, IPL 2025 Live Score: দেড়শো টপকে থামল মুম্বই
শেষ ওভারের আগে খলিলকে বসিয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাহুল ত্রিপাঠীকে মাঠে নামায় চেন্নাই। শেষ ওভারের এলিসের প্রথম বলে ২ রান নেন চাহার। দ্বিতীয় বলে ছক্কা মারেন তিনি। তৃতীয় বলে ১ রান নেন চাহার। মুম্বই দেড়শো রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। চতুর্থ বলে ১ রান নেন রাজু। শꦜেষ বলে চার মারেন চাহার। শেষ ওভারে ১৪ রান ওঠে। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তোলে। সুতরাং, জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৫৬ রান। চাহার ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। 🤪তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ১ রানে নট-আউট থাকেন রাজু। এলিস ৪ ওভারে ৩৮ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
CSK vs MI, IPL 2025 Live Score: বোল্টকে ফেরালেন খলিল
১৯তম ওভারে খলিল আহমেদের প্রথম বলে চার মারেন দীপক চাহার। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান তিনি। ১৮.৬ ওভারে খলিলের বলে রুতুরাজের হাতে ধরা পড়েন বোল্ট। ২ বলে ১ রান করেন তিনি। মুম্বই ১৪১ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সত্যনারায়ণ রাজু। খলিল ৪ ওভারে ২৯ রান খরচ করে ৩টি উইকেট💮 দখল করেন।
CSK vs MI, IPL 2025 Live Score: স্যান্টনারকে ফেরালেন এলিস
১৮তম ওভারে বল করতে আসেন ন্যাথন এলিস। প্রথম বলেই চার মারেন স্যান্টনার। ওভারের শেষ বলে এলবিডব্লিউ💮 হন স্যান্টনার। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে সাফল্য পায় সিএসকে। ১৩ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। ১২৮ রানে ৮ উইকেট হারায় মুম্বই। ব্যাট ক♔রতে নামেন ট্রেন্ট বোল্ট। এলিস ৩ ওভারে ২৪ রান খরচ করে ১টি উইকেট দখল করেন।
CSK vs MI, IPL 2025 Live Score: নূরের চতুর্থ শিকার নমন
১৬.১ ওভারে নূর আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নমন ধীর। ১২ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার। মুম্বই ১১৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক চাহার। নূরের সামনে হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। ১৭তম ওভারে 💟২ রান ওঠে। মুম্ব💜ই ইন্ডিয়ান্সের স্কোর ৭ উইকেটে ১২০ রান। নূর ৪ ওভারে ১৮ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন।
CSK vs MI, IPL 2025 Live Score: এলিসের ওভারে ৮ রান
১৬তম ওভারে ন্যাথন এলিস ৮ রান খরচ করেন। মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ ৬ উইকেটে ১১৮ রান। ১৭ রানে ব্যাট করছেন নমন। ৫ রানে ব্যাট করছেন স্যান🅷্টনার। এলিস ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: অশ্বিনের বোলিং কোটা শেষ
১৫তম ওভারে অশ্বিনের পঞ্চম বলে চার মারেন নমন ধীর। ওভারে ম🍌োট ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১১০ রান। ১১ রানে ব্যাট করছেন নমন। অশ্বিন ৪ ওভারে ৩১ রান খ🔜রচ করে ১টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: ১০০ রানের গণ্ডি ছুঁল মুম্বই
১৪তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন রবীন্দ্র জাদেজা। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬ উইকেটে ১০০ রান। জা✃দেজা ৩ ওভারে ২১ রান খরচ করেছেন। নমন ৩ ও স্যান্টনার ২ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: একই ওভারে জোড়া উইকেট নূরের
১২.৪ ওভারে নূর আহমেদের বলে জাদেজার হাতে ধরা পড়েন রবিন মিঞ্জ। ৯ বলে ৩ রান করেন তিনি। মুম্বই ৯৫ রানে ৫ উইকেট হা൩রায়। ব্যাট করতে ন✱ামেন নমন ধীর। ১২.৬ ওভারে নূরের বলে এলবিডব্লিউ হন তিলক বর্মা। ২৫ বলে ৩১ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। মুম্বই ৯৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মিচেল স্যান্টনার। নূর ৩ ওভারে ১৬ রান খরচ করে ৩টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: অশ্বিনের ওভারে ১ রান
১২তম ওভারে মাত্র ১ রান খরচ করেন রবিচন্দ্রন অশ্বিন। ১২ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৯২ রান। মিঞ্জ ২ ও তিলক ৩০ রানে ব্যাট করছেন। অশ্বিন 🧸৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: সূর্যকে স্টাম্প করলেন ধোনি
১১তম ওভারে বল করতে আসেন নূর আহমেদ। প্রথম বলে বাই-চার হয়। দ্বিতীয় বলে ১ রান নে🐲ন তিলক। ১০.৩ ওভারে নূর আহমেদের বলে সূর্যকুমার যাদবকে স্টাম্প আউট করেন ধোনি। ২৬ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন সূর্য। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। মুম্বই ৮৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিন মিঞ্জ। ১১ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ৯১ রান। তিলক ৩০ ও রবিন ১ রানে ব্যাট করছেন। নূর ২ ওভারে ১২ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: অশ্বিনের ওভারে ৬ রান
দশম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর ওভারের ৬ বলে ৬টি সিঙ্গল নেন মুম্বইয়ের দুই ব্যাটার। অর্ধেক ইনিংস শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৮২ রান। সূর্য ২৯ ও তিলক ২৭ রানে ব্যাট করছেন। অশ্বিন ২ ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন🐼।
CSK vs MI, IPL 2025 Live Score: জাদেজাকে ছক্কা তিলক বর্মার
নবম ওভারে পুনরায় ব𓆉ল করতে আসেন রবীন্দ্র জাদেজা। প্রথম বলেই ছক্কা মারেন তিলক বর্মা। চতুর্থ বলে ২ রান নেন তিনি। পঞ্চম বলে ১ রান নেন তিলক। শেষ বলে ১ রান নেন সূর্য। ওভারে মোট ১০ রান ওঠে। ৯ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৭৬ রান। ২৬ রানে ব্যাট করছেন সূর্যক🔯ুমার। ২৪ রানে ব্যাট করছেন তিলক বর্মা। জাদেজা ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: নূর আহমেদের ওভারে ৭ রান
অষ্টম ওভারে বল করতে আসꦐেন নূর আহমেদ। শুরুতেই ওয়াইড করেন তিনি। তৃতীয় বলে ১ রান নেন সূর্য। চতুর্থ বলে ১ রান নেন তিলক। পঞ্চম বলে ২ রান নেন সূর্য। শেষ বলেও ২ রান নেন তিনি। ওভারে মোট ৭ রান ওঠে। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৬৬ রান। সূর্য ২৫ ও তিলক ১৫ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: জাদেজার বলে তিলকের ছক্কা
সপ্তম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় বলে ১ রান নেন সূর্যকুমার। চতুর্থ বলে ছক্কা মারেন তিলক বর্মা। ফিল্ডার স্যাম কারান বাউন্ডারি লাইনের বেশ কিছু💦টা ভিতরে দাঁড়িয়ে ছিলেন। একেবারে বাউন্ডারির ধারে দাঁড়ালে ক্যাচ ধরতে পারতেন কারান। ওভারে মোট ৭ রান ওঠে। ৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৫৯ রান। সূর্য ২০ ও ত🌸িলক ১৪ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: পাওয়ার প্লে-তেই ৫০ টপকাল মুম্বই
ষষ্ঠ ওভারে ফের বল করতে আসেন খলিল আহমেদ। তাঁর তৃতীয় বলে ছক্কা মারেন সূর্য। চতুর্থ বলে ১ রান নেন তিনি। ষষ্ঠ বল করতে গিয়ে ওভার স্টেপ করার পাশাপাশি ওয়াইড ও করে বসেন খলিল। শেষ বলে ফ্রি-হিটে কোনও রান সংগ্রহ করতে পারেননি তিলক। ওভারে মোট ৮ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ৫২ র🥀ান। সূর্যকুমার ১৯ ও তিলক ৮ রানে ব্যাট করছেন। খলিল ৩ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: নিজের প্রথম ওভারেই উইকেট অশ্বিনের
পঞ্চম ওভারে বল করতে আসেন রবিচন্💯দ্রন অশ্বিন। তাঁর প্রথম বলে ১ রান নেন উইল জ্যাকস। দ্বিতীয় বলে চার মারেন সূর্যকুমার। তৃতীয় বলে ১ রান নেন তিনি। ৪.৪ ওভারে অশ্বিনের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন উইল জ্যাকস। ৭ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। মারেন ২টি চার। মুম্বই ৩৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। তিনি মাঠে নেমেই পরপর ২টি চার মারেন। ওভারে ১৪ রান ওঠে। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৪৪ রান। তিলক ৮ ও সূর্য ১২ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: এলিসকে বাউন্ডারি সূর্যকুমারের
চতুর্থ ওভারে বল করতে আসেন ন্যাথন এলিস। তাঁর প্রথম বলে ১ রান নেন উইল জ্যাকস। দ্বিতীয় বলে ২ রান নেন সূর্যকুমার যাদব। ত🤪ৃতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে সিঙ্গল নেন জ্যাকস। পঞ্চম বলে চার মারেন সূর্যকুমার। শেষ বলে কোনও রান ওঠেনি। সুতরাং, চতুর্থ ওভারে মোট ৯ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৩০ রান। সূর্যকুমার ৭ ও উইল জ্যাকস ১০ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: খলিলের বলে বোল্ড রিকেলটন
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন খলিল আহমেদ। তাঁর প্রথম বলেই চার মারেন রিকেলটন। তবে ২.২ ওভারে খলিলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রিকেলটন। আউট হওয়ার আগে ৩টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ১৩ রান করেন তিনি। মুম্বই দলগত ২১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ওভারের শেষ চারটি বলে কোনও রান খরচ 𝐆করেননি খলিল। তিনি ২ ওভারে মোট ৮ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: স্যাম কারানের ওভারে ১৩ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন স্যাম কারান। তাঁর প্রথম বলেই চার মারেন রিকেলটন। তৃতীয় বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। পঞ্চম বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করেন রায়ান। ওভারের শেষ বলে চার মারেন উইল জ্যাকস। দ্বিতীয় ওভারে মোট ১৩ রান ওঠে। ২ ওভার শেষে ম💞ুম্বইয়ের স্কোর ১ উইকেটে ১৭ রান। রিকেলটন ৯ ও জ্যাকস ৮ রানে ব্যাট করছেন।
CSK vs MI, IPL 2025 Live Score: ম্যাচের প্রথম ওভারেই আউট রোহিত
রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন বাঁ-হাতি পেসার খলিল আহমেদ। প্রথম ওভারের চতু🍨র্থ বলেই আউট রোহিত শর্মা। খলিলের বলে শিবম দুবের হাতে ধরা পড়েন রোহিত। রানের খাতা খোলার আগেই উইকেটের খাতা খোলে মুম্বই। তিন নম্বরে ব্যাট করতে নামে👍ন উইল জ্যাকস। ওভারের শেষ বলে চার মারেন তিনি। প্রথম ওভারে ১ উইকেট হারিয়ে ৪ রান সংগ্রহ করে এমআই।
CSK vs MI, IPL 2025 Live Score: মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক বর্মা, নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট ও সত্য𝐆নারায়ণ রাজু।ইমপ্যাক্ট পরিবর্ত- বিগনেশ পুথুর, 𝓀অশ্বনী কুমার, রাজ বাওয়া, করবিন বশ ও করণ শর্মা।
CSK vs MI, IPL 2025 Live Score: চেন্নাইয়ের প্রথম একাদশ
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্ট♈েন), দীপক হুডা, শিবম দুবে,🧸 রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, ন্যাথন এলিস ও খলিল আহমেদ।ইমপ্যাক্ট পরিবর্ত- রাহুল ত্রিপাঠী, কমলেশ নাগারকোটি, জেমি ওভার্টন, শেখ রশিদ ও বিজয় শঙ্কর।
CSK vs MI, IPL 2025 Live Score: টস জিতলেন রুতুরাজ
মুম෴্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে চেন্নাই দলনায়ক রুতুরাজ গায়কোয়াড় শুরুতে ব্যাট করার আমন্ত্র꧅ণ জানান মুম্বই ইন্ডিয়ান্সকে। সুতরাং, চিপকে রান তাড়া করবে সিএসকে।
CSK vs MI, IPL 2025 Live Score: মুখোমুখি সাক্ষাতের ইতিহাস
চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান প্রিমিꦓয়র লিগে মোট ৩৭টি ম্যাচে সম্মুখসমরে নামে। ১৭টি ম্যাচ জিতেছে সিএসকে। ২০টি ম্যাচ জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। সুতরাং, দু'দলের মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে এমআই।
CSK vs MI, IPL 2025 Live Score: আধা শক্তির দল নিয়ে লড়াইয়ে মুম্বই
রবিবার দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ছাড়াই চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরশুমে স্লো ওভার-রেট সংক্রান্ত অপরাধের জন্য এবছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে নির্বাসিত হয়েছেন এমআই দলনায়ক। তাঁর পরিবর্তে রবিবার মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তাছাড়া এই মꦯ্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামতে পারবেন না দলের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। চোটের জন্য জসপ্রীত বেশ ꦯকিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। বুমরাহ এখনও মুম্বই দলের সঙ্গে যোগ দেননি।
CSK vs MI, IPL 2025 Live Score: চেন্নাই বনাম মুম্বই ম্যাচের লাইভ ব্লগে স্বাগত
রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের এল ক্লাসিকোর লাইভ ব্লগে আপনাদের স্বাগত। লাইভ স্কোর ছাড়🔯াও ম্যা𝓰চের গুরুত্বপূর্ণ ঘটনাবলির টাটকা আপডেট পাবেন এই ব্লগে।