ꦜ আগের বছর মাঠের মাঝে দাঁড়িয়ে কেএল রাহুলকে তুলোধোনা করেছিলেন। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা। নতুন মরশুমে আবার পন্তের দিকে সবার সামনে আঙুল তুলবেন। নেটপাড়ায় যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, সঞ্জীব গোয়েঙ্কার মুখে বিন্দুমাত্র হাসি নেই। বরং চোখে মুখে ভয়ানক বিরক্তি এবং রাগ নিয়ে পন্তকে কী বলে চলেছেন। বোঝাই যাচ্ছিল, কর্ণধারের ঝাড়ের মুখে পড়তে হয়েছে ভারতের তারকা উইকেটকিপার ব্যাটারকে।
পন্তের দিকে আঙুল তুলে ঝাড় গোয়েঙ্কার
🐻মরশুমের প্রথম ম্যাচে দিল্লির কাছে হারের পরেও পন্তের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কাকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর অবশ্য দলের অধিনায়ককে জড়িয়ে ধরেছিলেন মিস্টার গোয়েঙ্কা। কিন্তু মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে বাজে ভাবে হারে লখনউ। ম্যাচের শেষে মাঠেই পন্তের সঙ্গে উত্তেজিত ভাবে কথা বলতে দেখা যায় লখনউয়ের কর্ণধারকে। এমন কী পন্তের দিকে আঙুল তুলেও কথা বলতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এক নেটিজেন লিখেছেন, ‘আইপিএলের সবচেয়ে জঘন্য মালিক। প্রত্যেক ম্যাচের পর পন্তের সঙ্গে গম্ভীর হয়ে কথা বলতে দেখা যাচ্ছে। ক্রিকেটীয় সিদ্ধান্তে একটু বেশিই নাক গলাচ্ছেন।’
🦩সম্ভবত এই বিতর্ককে কিছুটা ধামাচাপা দিতেই ড্রেসিংরুমে তিনি নরম হয়ে শান্ত ভাষায় প্লেয়ারদের উদ্বুদ্ধ করেন। আর এই ভিডিয়ো লখনউ সুপার জায়ান্টস তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সম্ভবত মালিকের ইমেজ বাঁচাতে।
ড্রেসিংরুমে কী বললেন এলএসজি-র কর্ণধার?
꧃এলএসজি-র শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ম্যাচের পর ড্রেসিংরুমে সব প্লেয়ারদের উজ্জীবিত করতে লম্বা ভাষণ দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার মনে হয়, এই ম্যাচে অনেক ভালো দিক আছে। পঞ্জাব নিঃসন্দেহে ভালো খেলেছে। ওদেরকে শুভেচ্ছা। আজ (১ এপ্রিল) সকলে হতাশ হয়ে থাকতেই পারে। কিন্তু কাল (২ এপ্রিল) সকাল থেকে নতুন উদ্যোমে নতুন করে শুরু করতে হবে। এই ম্যাচের কথা ভুলে গিয়ে, পরের ম্যাচের দিকে ফোকাস করতে হবে। আমাদের টিম সত্যিই খুব ভালো। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। কাল (বুধবার) থেকে আবার ঘুরে দাঁড়াতে হবে।’
৮ উইকেটে লজ্জাজনক হার লখনউয়ের
🎉টস হেরে লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করতে নামে। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে লখনউ। নিকোলাস পুরান ৩০ বলে ৪৪ করেন। ৩৩ বলে ৪১ করেন আয়ুষ বাদোনি। পঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। জবাবে রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলে পঞ্জাব। ৩৪ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন প্রভসিমরন সিং। এছাড়া ৩০ বলে অপরাজিত ৫২ করেন শ্রেয়স আইয়ার। ২৫ বলে ৪৩ করে অপরাজিত থাকেন নেহাল ওয়াধেরা। ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় পঞ্জাব।