চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠে হারানো মুশকিল সন্দেহ নেই। তবে মুম্বই ইন্ডিয়ান্স বরাবর প্রমাণ করে যে, ধোনিদের চিপকে হারানো অসম্ভব নয়। এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মোট ৯টি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ৬টি ম্যাচ জিতেছে এমআই এবং ৩টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। অর্থাৎ꧙, অ্যাওয়ে ম্যাচেও এক্ষেত্রে পাল্লা ভারি মুম্বইয়ের।
এমন পরিস্থিতিতে রবিবার সেই চিꦦপকেই চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াই দিয়ে আইপিএল ২০২৫ অভিযান শুরু করছে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এবার এমআইয়ের কাছে লড়াইটা নিতান্ত কঠিন হবে সন্দেহ নেই। কেননা, এবার দলের সেরা দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামছে মুম্বই।
রবিবার দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ছাড়াই চেন্নাইয়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। কেননা গত মরশুমে স্লো ওভার-রেট সংক্রান্ত অপরাধের জন্য এবছর টুর্নামেন্টের প্রথম ম্যাচে নির্বাসি♍ত হয়েছেন এমআই দলনায়ক। তাঁর পরিবর্তে রবিবার মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
এছাড়া আইপিএল ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নামতে পারবেন না দলের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। চোটের জন্য জসপ্রীত বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন। তিনি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিতে পারেননি। বুমরাহ এখনও স্কোয়াডের সঙ্গে যোগ দেননি। তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। মুম্বই কোচ মাহেলা জয়াবর্ধনেও নিশ্চিত করে জানাতে পারেননি যে, জসপ্রীত কবে দল꧙ের সঙ্গে যোগ দেবেন।
চেন্নাই সুপার কিংস অবশ্য পূর্ণ শক্তির দল নিয়েই আইপিএল ২০২৫ অভিযান শুরু করতে পারবে। চে💙ন্নাইয়ের সামনে আসল চ্যালেঞ্জ হল যথাযথ কম্বিনেশন খুঁজে বার করা। চেন্নাইয়ের চার বিদে𓆏শির কোটায় স্যাম কারান, নূর আহমেদ ও মাথিসা পথিরানাকে মাঠে নামানোর সম্ভাবনা প্রবল। চতুর্থ বিদেশি হিসেবে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের মধ্যে কোনও একজনকে খেলাতে পারে সিএসকে।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য ১২ জন
রাচিন রবীন্দ্র/ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা/বিজয় শঙ্কর, শিবম দুবে, স্যাম🌸 কারান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মাথিসা পথিরানা ও খলিল আহমেদ/অংশুল কাম্বোজ।
ইমপ্যাক্ট প্লেয়ার-সহ মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য ১২ জন
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক꧒ বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্যান্টনার, করবিন বশ/মুজিব উর রহমান, দীপক চাহার, করণ শর্মা, ট্রেন্ট বোল্ট ও সত্ꩲযনারায়ণ রাজু/অশ্বনী কুমার।