পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২০২৫ আইপিএলে অভিযান শুরু করবে ২৩ মার্চ থেকে। রবিবার এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) ১৮তম আসরের সূচি ঘোষণা করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ ২৩ মার্চ চেন্নাইতে খেলবে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (MI), পাঁচ বারের আর এক চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। একই সঙ্গে তাদের লিগের ম্যাচে দলের শেষ ম্যাচটি হবে ১৫ মে মুম্বইয়ে। এই ম্যাচে এমআই মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। রোহিত শর্মারඣ নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে গত মরশুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই অত্যন্ত খারাপ পারফরম্যান্স করে।
আরও পড়ুন: ꧃দুবাইয়ে প্রথম দিন অনুশীলনেই বড় ধাক্কা খেল ভারত, হার্দিকের শটে গুরুতর চোট পেলেন পন্ত
আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্সের সম্পূর্ণ ক্রীড়াসূচি:
২৩ মার্চ- বনাম চেন্নাই সুপার কিংস, চেন্নাই
২৯ মার্চ- বনাম গুজরাট টাইটান্স, আমেদাবাদ
৩১ মার্চ- বনাম কলকাতা নাইট রাইডার্স, মুম্বই
৪ এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস, লখনউ
🎃৭ এপ্রিল- বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই
১৩ এপ্রিল- বনাম দিল্লি ক্যাপিটালস,দিল্লি
১৭ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই
২০ এপ্রিল- বনাম চেন্নাই সুপার কিংস, মুম্বই
২৩ এপ্রিল- বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ
২৭ এপ্রিল- বনাম লখনউ সুপার জায়ান্টস, মুম্বই
১ মে- বনাম রাজস্থান রয়্যালস, জয়পুর
৬ মে- বনাম গুজরাট টাইটান্স, মুম্বই
১১ মে- পঞ্জাব কিংস, ধরমশালা
১৫ মে- বনাম দিল্লি ক্যাপিটালস, মুম্বই
আরও পড়ুন: ✨IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর, কবে, কোথায় খেলা রয়েছে নাইটদের? রইল পুরো সূচি
আইপিএল ২০২৪-এ মুম্বইয়ের পারফরম্যান্স:
🍬পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের গত মরশুমে অর্থাৎ২০২৪ আইপিএলে অত্যন্ত খারাপ পারফরম্যান্স করেছে। মূলত হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার বিষয়টি মেনে নিতে পারেননি দলের সিনিয়র ক্রিকেটাররা। এমন কী এমআই এবং রোহিতের ভক্তরা হার্দিকের তীব্র বিরোধীতা করে। যার পুরো প্রভাব দলের খেলার উপর পড়ে। ২০২৪ সালে এমআই ১৪টি লিগের ম্যাচ খেলে মাত্র ৪টিতে জিতেছে। যেখানে ১০টি ম্যাচ তাদের হারতে হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স মোট ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের লাস্টবয় হয়ে আইপিএল অভিযান শেষ করেছিল।
মুম্বই ইন্ডিয়ান্সের ২০২৫ আইপিএলের স্কোয়াড-🔥 জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, তিলক বর্মা, ট্রেন্ট বোল্ট, নমন ধীর, রবিন মিঞ্জ, কর্ন শর্মা, রায়ান রিকেল্টন, দীপক চাহার, আল্লাহ গজানফার, উইল জ্যাক, অশ্বিনী কুমার, মিচেল স্যান্টনার, রিস টপলে, কৃষ্ণান সৃজিত, রাজ অঙ্গদ বাওয়া, সত্যনারায়ণ রাজু, বেভন জ্যাকবস, অর্জুন তেন্ডুলকর।