কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, এর জন্য ইডেন গার্ডেন্সের পিচ নম্বর ৪ -কে তৈরি করা হয়েছে। রেভস্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ব🤪্যবহৃত পিচে খেলার জন্য ফ্র্যাঞ্চাইজি যে অনুরোধ করেছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। পরিবর্তে একটি নতুন পিচ ব্যবহার করা হবে বলে জানান হয়েছে। মনে করা হচ্ছে প্রকৃতিতে সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে খেলা হওয়া ম্যাচের পিচের মতোই হবে। উল্লেখ্য, কেকেআর সেই ম্যাচটি ৮০ রানে জিতেছিল।
মঙ্গলবার দুপুরে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে কলকাত নাইট রাইডার্স। শোনা যাচ্ছে, এসআরএইচ ম্যাচে ইডেনের পিচের আচরণে কেকেআর ম্যানেজমেন্ট খুশি ছিল এবং তারা কিউরেটরের কাছে এলএসজি ম্যাচের জন্য একই পিচ ব্যবহারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেই অনুরোধ কিউরেটরের পক্ষ🐓 থেকে মানা হয়নি।
আরও পড়ুন … ধোনির পছন্দের সেরা চার ক্রিকেটার কারা? কাদের খেলা এখনও দেখতে চ🎃ান মাহি? দেখে নিন তালিকা
এক সূত্র জানিয়েছে, ‘প্রথমত, আইপিএলের নিয়ম অনুযায়ী, এক ম🦹্যাচের পর অন্য ম্যাচে একই পিচ ব্যবহারে কমপক্ষে সাত দিনের ব্যবধান থাকা বাধ্যতামূলক। তাছাড়া, এই গরমে ব্যবহৃত পিচে খেলা ঝুঁকিপূর্ণ। তাই পিচ নম্বর ৪ ব্যবহার করা হবে।’ জানা যাচ্ছে এলএসজি ম্যাচের পিচটি একটু ধীর গতির হতে পারে, অনেকটা এসআরএইচ ম্যাচের মতো। সেখানে কিছুটা টার্ন থাকবে, তবে খুব বেশি নয়। সূত্রটি জানিয়েছে, ‘পিচে সকলের জন্য কিছু না কিছু থাকবে, যদি খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারে।’
আরও পড়ুন … IPL 2025: কেন নিজের ইউটিউব চ্যানেলে CSK-র কোনও ম্যাচ কভার করবেন না অশ্বিন? সামনে এল এ🔴ল আসল কারღণ
বেঙ্গল অলরাউন্ডার ও এলএসজি খেলোয়াড় শাহবাজ আহমেদও সেই মতই দিয়েছেন। ম্যাচ-পূর্ব সাংবাদ𒈔িক বৈঠকে তিনি বলেন, ‘বল একটু থামবে এখানে।’ তিনি আরও বলেন, ‘টার্ন থাকবে, তবে রান করাও সম্ভব।’ উল্লেখ্য, শাহবাজ ইডেন গার্ডেন্সের পরিস্থিতি খুব ভালোভাবেই জানেন।
আরও পড়ুন … ভিডিয়ো: কোহলিদের ঘুম উড়িয়েছে জসপ্রীতের এই ডেলিভারি! নেটে আগুন ঝরিয়ে দলে ফিরবেন ꦐবুমরাহ
গত ম্যাচেও কেকেআর ২০০/৬ স্কোর করেছিল, যার মধ্যে ইনিংসের শেষ চার ওভারে তারা ৬৫ রান উঠেছিল। এছাড়াও, কেকেআরের পেসাররা ছয়টি উইকেট তুলে নিয়েছিল। সেদিন এসআরএইচের জন্য খেলা মোটেই ভালো যায়নি। তবে কি আগের ম্যাচে কেকেআরের পছন্দমতো পিচ তৈরির জন্য কিউরেটরের ওপর চাপ ছিল? ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ঊর্ধ্বতন মহলের কোনও নির্দেশ ছিল? না, এর উত্তর '🍸না'। ইডেনে কিউরেটরের হাতে পিচ তৈরির পুরো স্বাধীনতা থাকে। তাঁর কথাতেই চার নম্বর পিচ ব্যবহার করা হবে। আর সেই পিচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।