নির্ধারিত সূচি অনুযায়ী ইডেনেই অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কলকাতা পুলিশ জানিয়েছিল যে, সেই দিন নিরাপত্তা প্রদান করা সম্ভব নয়। এর ফলে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনা🐽 🔯তৈরি হয়েছিল। তবে এক রিপোর্টে বলা হয়েছে শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কেটে গিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ইডেনেই অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
রামনবমী ও নিরাপত্তা সংক্রান্ত জটিলতা
৬ এপ্রিল রাজ্যজুড়ে রামনবমী পালিত হবে। এই উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় মিছিল বেরোনোর সম্ভাবনা রয়েছে। অতীতে রামনবমীকে কেন্দ্র করে কিছুဣ অশান্তির ঘটনা ঘটেছিল, তাই এবারে কলকাতা পুলিশ আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে। পুলিশ সিএবি (ক্রিকেট অ🅺্যাসোসিয়েশন অফ বেঙ্গল)-কে চিঠি দিয়ে জানায় যে, রামনবমীর দিনে ইডেনে ম্যাচের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এরপর সিএবিও সিদ্ধান্ত নেয় ম্যাচটি অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, ম্যাচটি কলকাতা থেকে সরিয়ে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হতে পারে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপে সমাধান
কেকেআরের ম্য🍸াচ কলকাতার বাইরে🍒 যাতে না যায়, তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিদিন সংবাদের রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। সৌরভের অনুরোধেই নিরাপত্তার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়, যাতে ইডেনেই ম্যাচটি আয়োজন করা যায়।
আরও পড়ুন … IPL 2025: রাত ১১🔜:৩০ টায় ব্যাটিং করছেন ধোনি! মাহির কঠিন পরিশ্রমের রহস্য ফাঁস
এই ম্যাচ ঘিরে কলকাতাবাসীর, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের, বিপুল আগ্রহ রয়েছে। লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা মোহ🦋নবাগানের সঙ্গে আইপিএলের সংযোগ স্থাপন করে অতীতেও সমর্থকদের চমক দিয়েছেন। যদি ম্যাচটি কলকাতꦉা থেকে সরিয়ে নেওয়া হত, তবে শহরের ক্রিকেটপ্রেমীরা ঋষভ পন্তদের পারফরম্যান্স সরাসরি উপভোগের সুযোগ হারাতেন। তাই ইডেন গার্ডেন্সেই ম্যাচটি আয়োজনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন … লক্ষ্য বাং❀লা ফুটবলের উন্নয়ন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরেই ম্যান সিটির সঙ্গে চুক্তি টেকনো ইন্ডিয়া গ্রুপের
শেষ পর্যন্ত ইডেনেই হবে ম্যাচ
শেষ পর্যন্ত ম্যাচ সরানোর জট কেটে গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ৬ এপ্রিল নির্ধারিত সময়েই ই﷽ডেন গার্ডেন্সে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছিলেন যে, তিনি ম্যাচ সরানোর বিষয়ে কিছু জানেন না। তবে বিষয়টি তাঁর নজরে এলে যথাযথ ব্যবস্থা নিতেন বলে জানান।শেষ পর্যন্ত রাজ্যের ক্রিকেটপ্রেমীদে🎃র জন্য স্বস্তির খবর এসেছে, কারণ কলকাতার মাটিতেই কেকেআরের গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।