জিও সিনেমা এবং হটস্টার- দুই প্ল্যাটফর্মের একত্রীকরণের আলোচনা চলছিল ২০২৪ সাল থেকেই। এই নিয়ে ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। অবশেষে সংযুক্তিকরণ সম্পূর্ণ হল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, হটস্টার অ্যাপের নাম এবার থেকে বদলে হল জিও হটস্টার। ১৪ তারিখ ডব্লিউপিএল অর্থাৎ মহিলা প্রিমিয়ার লিগের সরাসরি𒆙 সম্প্রচার দিয়ে শুরু হচ্ছে জিও হটস্টারের প꧂থ চলা।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জিও সিনেমাতে যে খেলাগুলি সম্প্রচার করা হত, সেগুলি দেখানো হবে জিও হটস্টারে। অর্থাৎ, আইএসএল, আইপিএল ཧএবার থেকে𒅌 জিও হটস্টার অ্যাপে দেখানো হবে। জিও সিনেমা অ্যাপে আর দেখানো হবে না।
আরও পড়ুন: রিপোর্ট- প্রকাশ্♏যে IPL 2025-এর সূচি, প্রথম ম্যাচেই খেলতে নামছে KKR, প্রতিপক্ষ কে🃏 জানেন?
তবে এর সঙ্গেই ক্রিকেট ভক্তরা দুঃসংবাদ পেতে চলেছেন। কারণ এখন থেকে আইপিএল দেখতে হলে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। বিনামূল্যে খেলা দেখার আনন্দ আর পাবেন না ক্রিকেট ভক্তরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিনামূল্যে মাত্র কয়েক মিনিট আইপিএলের ম্যাচ দেখতে পারবেন। এর পর দেখতে হলে টাকা দিতে হবে। সাবস্ক্রিপশন ১৪৯ টাকা থেকে শুরু হবে। আগে, জিও সিনেমাতে (JioCinema) বিনামূল্যে আইপিএল দেখা যেত। জিও ২০২৩ 💟থেকে তিন বিলিয়ন ডলারে পাঁচ বছরের জন্য আইপিএলের স্বত্ব কিনেছিল। কিন্তু ২০২৫ সাল থেকে পুরো ম্যাচ দেখতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে।
আরও পড়ুন: বুমরাহඣের চোটের খবর কী♉? নিজেই ছবি প্রকাশ্যে আনলেন তারকা পেসার
আইপিএল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ। সংস্থার পক্ষ থে🐽কে জানানো হয়েছে, ডিজনি হটস্টার এবং জিও সিনেমা অ্যাপে যাদের সাবস্ক্রিবশন নেওয়া ছিল তাদের সাবস্ক্রিপশনের মেয়াদ যত দিন রয়েছে, ততদিন তাঁরা সেটাই পাবেন জিও হটস্টারে। যাদের সাবস্ক্রিপশন নেই তাঁদের ক্ষেত্রে সংস্থা হাইব্রিড মডেল ব্যবহার করবে। অর্থাৎ, কিছুক্ষণ সময় বিনামূল্যে দেখানো হবে ম্যাচ, এর পর সাবস্ক্রিপশন কিনতে হবে।
আরও পড়ুন: কেন বাদ যশস্বী? কীভাবে সুযোগ পেলেন বরুণ✤? আজব যুক্তি গম্ভীরে🌳র
জিও হটস্টারের (JioHotstar) সাবস্ক্রিপশন প্ল্যানগুলি কী কী?
একটি বেসিক প্ল্যানের দাম ১৪৯ টাকা। বিজ্ঞাপন-মুক্ত প্ল্যানটি তিন মাসের জন্য ৪৯৯ টাকায় পাওয়া যাবে। আপনি জিও হটস্টারে আইসিসি-র সব ইভেন্ট, আইপিএল, ডব্লিউপিএলের মত বড় টুর্নামেন্ট দেখতে পারবেন। এমন কী ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ এবং বিসিসিআই, আইসিসি এবং রাজ্য অ্যাসোসিয়েশনের ম্যাচগুলিও দেখতে পারবেন। ক্রিকেট ছাড়াও, কেউ 🧸প্রিমিয়ার লিগ এবং উইম্বলডনের মতো বিশ্বব্যাপী খেলাও দেখতে পারেন। প্রো কাবাডি এবং আইএসএলের মতো ঘরোয়া লিগগুলিও দেখতে পাওয়া যাবে।