অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফিতে ১-৩ ফলে দুরমুশ হয়ে দেশে ফিরেছিল টিম ইন্ডিয়া। শেষ টেস্টে তো রোহিত শর্মা খেলতেই পারেননি। ভারতীয় বোলিং 🍷অ্যাটাকে মহম্মদ শামির অনুপস্থিতি টের পাওয়া গেছিল, কারণ জসপ্রীত বুমরাহকে এত বোলিং করতে হয়েছিল যে তিনি এখনও আনফিট হয়ে রয়েছেন। এই অবস্থায় ইংল্যান্ড সিরিজের আগে বেশ তৈরি হয়েই নামতে চাইছে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়া সিরিজের পরই আওয়াজ উঠে গেছিল সিনিয়র ক্রিকেটারদের দলের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়া নিয়ে। কিন্তু রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যাওয়ায় টেস্টেও একটা লাইফলাইন পেয়ে গেছেন। ২০ জুন থেকে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তাঁর আগে চার দিনের এক ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা কꦛ্রিকেটারকে।
মা মাসের ৩০ তারিখ থেকে ক্যান্টেবারির মাঠে চারদিনের বেসরকারি টেস্ট ম্যাচ হবে। এর🤡 আগে অস্ট্রেলিয়া সিরিজের সময়ও দুটো এ দলের ম্যাচ অনুষ্ঠিত হলেও ভারতীয় দ🌺লের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারই সেই ম্যাচে খেলেননি, তবে এবার অন্য সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। আর যাতে বিদেশে মুখ না পোড়ে, তাই সিনিয়র ক্রিকেটারদেরও সেখানে সুযোগ দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
আইপিএলের নকআউটের ম্যাচ হবꦉে মে মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। এর মধ্যে ২৫ মে রয়েছে ফাইনাল। তবে আইপিএলের শেষদিকেই বুঝতে পারা যাবে কোন দলগুলো ♌প্লে অফে যাচ্ছে না, তাঁদেরই সিনিয়র ক্রিকেটারদেরকে ইন্ডিয়া এ দলের সঙ্গে পাঠানো হতে পারে। এরই মধ্যে জানা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো পারফরমেন্সের সুবাদে করুণ নায়ার ফের ডাক পেতে পারেন ইন্ডিয়া এ দলে।
২০২৪-২৫ মরশুমে রঞ্জি ট্রফিতে ৮৬৩ রান করেছেন, এছাড়াও ঘরোয়া সফলে প্রায় প্রত্যেক প্রতিযোগিতাতেই তিনি নজর কেড়েছেন। সেই সুবাদেই বিদর্ভ দল এবারে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে। তারই পুরস্কার হিসেবে ফের করুণ ফিরতে পারেন দলে। বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, ‘এখনও স্কোয়াড ঘোষণায় অনেক সময় রয়েছে। নকআউটের কয়েকদিন আগে বা তার পর পরই ঘোষণা হবে ক্রিকেটারদের নাম। ততদিনে বোঝাಌ যাবে কাদের আগে আগে খেলত๊ে পাঠানো হবে ইংল্যান্ডে ’।
নিউজিল্যান্ড 𓂃এবং অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল টেস্টে পর্যুদস্ত হলেও রোহিত শর্মাই সম্ভবত ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন। রোহিত শর্মার লাইফলাইন পেয়ে যাওয়ার আরেকটা কারণ জসপ্রীত বুমরাহর চোট। আর এই অবস্থায় বিদেশের মাটিতে ঝঁকি নিয়ে অন্য কাউকে অধিনায়ক করার পক্ষপাতিও নয় টিম ম্যানেজমেন্ট। এরপর সামনে কঠিন টেস্ট সিরিজ না থাকায় ইংল্যান্ড সিরিজের পরই দীর্ঘ ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে চিন্তাভাবনা করবে ভারতীয় বোর্ড।