ভারত জিতে গেলেও ♈অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক না হওয়ার কষ্ট ভুলতে পারছেন না রোহিত শ🦹র্মা। কিছুতেই যাচ্ছে না অনুশোচনা। তিনি একেবারে লোপ্পা ক্যাচ ধরতে না পারায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক হয়নি অক্ষরের। আর তা নিয়ে ম্যাচের শেষে ভারতীয় অধিনায়ক বলেন, ‘ওকে হয়তো কাল ডিনারে নিয়ে যাব (হাসিমুখে)।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘ওটা সহজ ক্যাচ ছিল। ওই ক্যাচটা আমার নেওয়া উচিত। বিশেষত স্লিপে দাঁড়িয়ে আমি নিজের যে মাপকাঠি তৈরি করেছি, সেটার নিরিখে ওই ক্যাচটা নেওয়া উচিত ছিল। কিন্তু এরকম ঘটনা হয়।’
আমি ভাবলাম যে অক্ষরের বিষয়টা কথা বলছেন…..মজা রোহিতের
যদিও ম্যাচের পরে প্রাথমিকভাবে রোহিতকে সেই ক্যাচ মিসের বিষয়ে প্রশ্ন করেননি সঞ্চালক হর্ষ🥀 ভোগলে। বরং ভারতের ব্যাটিংয়ের সময় জাকের আলি যে কেএল রাহুলের একটা সহজ ক্যাচ ফস্কে দেন, সেই বিষয়টি নিয়ে ভারতীয় অধিনায়ককে প্রশ্ন করেন। যে জাকেরের ক্যাচ মিস করে দেওয়ায় অক্ষর হ্যাটট্রিক করতে পারেননি। আর সেই বিষয়টি নিয়ে মজা করে রোহিত বলেন, ‘আমি ভেবেছিলাম যে অক্ষরের ব্যাপারটা নিয়ে জিজ্ঞাসা করছেন।’ তারপর নিজ🦋েই ক্যাচ মিসের বিষয়ে বলতে থাকেন।
আরও পড়ুন: ICC Champions Trophy 2025 Points Ta🃏ble: জিতেও গ্🤡রুপের শীর্ষে নেই ভারত, লাস্টের লড়াইয়ে পাক ও বাংলাদেশ, রইল পয়েন্ট তালিকা
হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেন রোহিত
আর অক্ষরের যে ক্যাচ মিসের বিষয়টি নিয়ে রোহিতের আক্ষেপ যাচ্ছে না, সেটা বাংলাদেশের ইনিংসের নবম ইনিংসে ঘটেছে। দ্বিতীয় বলে তানজিদ হাসানকে আউট করে দেন অক্ষর। ﷽তৃতীয় বলে আউট করেন মুশফিকুর রহিমকে। পরের বলেই জাকেরের ব্যাটের কাণায় লেগে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের দিকে উড়ে যায়। কিন্তু সহজ ক্যাচ ফস্কে দেন ভারতীয় অধি🦹নায়ক। রেগে গিয়ে মাঠ চাপড়াতে থাকেন। তারপর হাতজোড় করে অক্ষরের কাছে ক্ষমা চেয়ে নেন।
আরও পড়ুন: Champions Trophy 2025: সময়টা মোটেও ভালো যা✨চ্ছে না- হার, ফখরের ছিটকে যাওয়ার পর এবার শাস্তির কবলে পাকিস্তান
যদিও বাংলাদেশের ইনিংসের শেষে অক্ষরও বলেন যে ম্যাচে এরকম ঘটনা ঘটতে পারে। যিনি দিনকয়েক আগে একটা সহজꦿ ক্যাচ ফস🔴্কে দেন। তিনি বলেন, ‘ওই ওভারে অনেক ঘটনা ঘটেছিল। আমি জানতাম না যে (তানজিদ হোসেন) আউট ছিল। কিন্তু কেএল (রাহুল) আবেদন করেছিল। আর এটা আউট ছিল। তারপর দ্বিতীয় উইকেট পেলাম। তৃতীয়টার ক্ষেত্রে বলটা যখন ব্যাটের কাণায় লাগে, তখন আমি ভেবেছিলাম যে হ্যাটট্রিক হয়ে গিয়েছে। আমি সেলিব্রেশন করতে শুরু করে দিয়েছিলাম। তারপর দেখি যে (রোহিত ক্যাচটা ফেলে দিয়েছে)। আমি আর পিছনে ফিরে দেখিনি। আমি শুধু ফিরে যাই। সবাই এরকম ক্যাচ ফস্কায়। এটা খেলার অংশ।’
আরও পড়ুন: Rohit Sharma vs Bangladesh: একই ম্যাচে সচিনের জোড়া নজির ভাঙলেনꦰ রোহিত! তবে ২ বারই ‘হারলে🐬ন’ বিরাটের কাছে