মহম্মদ সিরাজ আজকের ম্যাচের পর বলতেই পারেন, তিনি নাম কা বাস্তে ডিএসপি নন। মাঠের বাইরে যেমন কঠোর শ♌ৃঙ্খলার একটা কাজই তাঁকে পালন করতে হয়, তেমনই মাঠের ভিতরেও যাতে প্রতিপক্ষকে বাড়াবাড়ি করতে না পারে, তাই তাঁদের হাত বেঁধে দিতে হয়। এই যেমন তিনি করলেন আরসিবির বিপক্ষে।
আইপিএলে এই ম্যাচের আগে পর্যন্ত চিন্নাস্বামী সিরাজের এত ভালো পারফরমেন্স ছিল না। তাঁর বোলিং শেষে যেই পরিসংখ্যান সামনে এল তাতে দেখা যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে এটিই ছিল তাঁর সেরা স্পেল। এর আগে আইপিএলে এক ইনিংসে চার উইকেটও নিয়েছেন, তিনি। কিন্তু চিন্নাস্বামী এরকম পারফরমেন্স এꦅই প্রথম। যেখানে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।
এই প্রথম চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠে ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রানের কম দিলেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলের এই পেসারকে আরসিবি নিলা✅মের আগে ছেড়ে দিয়েছিল। আরও সহজ কথায় বললে রিটেন করা তো দূরের কথা, তাঁকে নিলামের টেবিল থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টাও দেখায়নি বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট, তাই তাঁর কাছেও আজকের ম্যাচ ছিল💫 সম্মানরক্ষার এবং জবাব দেওয়ার। আর সেখানে তিনি একেবারে ১০০তে ১০০ পেলেন।