আইপিএল ২০২৫র ১৪তম ম্যাচে চি🌼ন🅷্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স দল। এই ম্যাচে আরসিবি জয়ের হ্যাটট্রিক করতে পারে নাকি মহম্মদ সিরাজের বদলার আগুনে ঝলসে যাবে বিরাটরা, সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। পুরনো দলের বিরুদ্ধে কিন্তু গুজরাটের হয়ে ম্য়াচ জেতানো পারফরমেন্স করে দেখিয়ে দিলেন মহম্মদ সিরাজ। ৮ উইকেটে আরসিবিকে হারাল গুজরাট।
রোহিত শর্মা কয়েকদিন আগে বলেছিলেন পুরনো বলে সিরাজ খুব একটা কার্যকরী নয়। এরপর রোহিতের উইকেট উড়িয়ে জবাব দিয়েছিলেন সিরাজ, অপেক্ষা ছিল চিন্নাস্বামীতে তাঁর বদলার ম্যাচের। আর সেখানে তিনি একাই তিন উইকেট নিয়ে আরসিবির মেরুদণ্ড কার্যত গুড়িয়ে দিলেন। দেবদূত পাডিক্কালকে আউট করে শুরু করেন। এরপর ফিল সল্টকেও ক্লিন বোল্ড করার পর রোনাল্ডোর স্টাইলে করলেন সিউ সেলিব্রেশন। ভয়ঙ্কর হয়ে ওঠা লিভিংস্টোনকেও তিনিই✨ আউট করেন।
ব্যাট হাতে বি🅷রাট করেন ৭, সল্ট করেন ১৪। দেবদূত পাডিক্কাল মাত্র ৪। অধিনায়ক রজত পতিদারও 💛১২ বলে ১২ রান করে হোম ম্যাচে সাজঘরে ফেরেন। এরপর লিয়াম লিভিংস্টোনের সঙ্গে আরসিবির হাল ধরেন জিতেশ শর্মা। লিভিংস্টোন ৪০ বলে ৫৪ রান করে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যান, মারেন পাঁচটি ছয়। জিতেশ শর্মা করেন ২১ বলে ৩২ রান। শেষদিকে টিম ডেভিডের ঝোড়ো ইনিংসই আরসিবিকে ১৬৯ রানে পৌঁছাতে সাহায্য করে। ১৮ বলে ৩২ রান করেন ডেভিড। সিরাজের ১৯ রানে ৩ উইকটের দিন জ্বলে উঠলেন সাই কিশোরও, এই স্পিনার মাত্র ২২ রান দিয়ে তোলেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে অ𒅌বশ্য শুরুটা তেমন ভালো হয়নি গুজরাট টাইটান্সের, তাঁদের অধিনায়ক এদিনই ফর্ম খুঁ🔜জে বেড়ালেন। ১৪ বলে ১৪ রান করে ভুবনেশ্ব কুমারের বলে আউট হন গিল। তবে আরেক ওপেনার সাই সুদর্শন এদিনও ফাইভ স্টার পারফরমেন্স দিলেন। একটুর জন্য মিস করলেন হাফ সেঞ্চুরি, আউট হলেন ৩৬ বলে ৪৯ রান করে।
সাই আউট হলেও তাঁর সঙ্গেই𝓰 খেলছিলেন ইংল্যান্ডের হয়ে এতদিন অধিনায়কত্ব করা জোস বাটলার, তিনিই দায়িত্ব নিলেন এরপর গুজরাটকে ম্যাচ জেতানোর। ১৫তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোনকে ছয় মেরে ৩১ বলে নিজের অর্ধশতরাꦏন পূরণ করেন বাটলার। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শেরফান রাদারফোর্ডও মাঠে নেমে ভালো ইনিংস খেলেন।
১৮তম ওভারে জোস বাটলার পরপর দুটি ছয় মারেন জোশ হেজেলউডকে। তাতেই ম্যাচ একদম হাতের মুঠোয় চলে আসে গুজরাটের। সেই ওভারেই হেজেলউডকে শেরফান রাদার্ফোর্ড আরও একটি ছয় মেরে ম্য়াচ শেষ করে দেন। ১৩ বলে বাকি থাকলেই ৮ উইকেটে ম্য়াচ জিতে নিল গুজরাট টাইটান্স দল। ১৮ বলে ৩০ রান করেন♓ রাদার্ফোর্ড, আর বাটলার অপরাজিত থাকেন ৩৯ বলে ৭৩ ಌরান করে। তিনি নিজের ইনিংসে পাঁচটা চার এবং ছয়টি ছয় মারেন।