চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫-🎀এর বাকি অংশের জন্য তরুণ দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে। IPL 2025-এর তরফ থেকে জানান হয়েছে পেসার গুরজাপন্ত সিংয়ের পরিবর্তে ব্রেভিসকে নেওয়া হয়েছে। চেন্নাইয়ের দলে একটি বিদেশি খেলোয়াড়ের জায়গা খালি থাকায় তারা ব্রেভিসকে সাইন করছে।
এই চুক্তি পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য একটি বড় সাফল্য, কারণ তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তরুণ প্রতিভাকে দলে টানল। যদিও ব্রেভিস এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র কয়েকটি ম্যাচ খেলেছেন, তিনি কয়েক বছܫর আগেই আলোচনায় উঠে আসেন এবং তাঁকে কিংবদন্তি এবি ডি'ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করা হয়। তিনি ইতিমধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ১০টি ম্যাচ খেলেছেন এবং এখনও পর্যন্ত MLC (মেজর লিগ ক্রিকেট) ও SA20-তে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করে চলেছেন।
আরও পড়ুন … মরশুমের শুরুতেই নীরজ চোপড়ার অবাক করা পারফরমেন্স! প্রথম স্থান দখল করলে🅠ন ভারতের সোনার ছেলে
আরও পড়ুন … অভিষেক নায়ারের পারফরম্যান্সে খুশি ছিলেন না গম্ভীর! কেন বোর্ডের সিদ্ধান্ত মানলেন গৌতি🧸?
২১ বছর বয়সি ডেওয়াল্ড ব্রেভিস ইতিমধ্যেই ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তার স্ট্রাইক রেট প্রায় ১৪৫। তিনি আইপিএলে আসছেন তার ঘরোয়া দল ‘টাইটান্স’-এর হয়ে দুর্দান্ত ফর্মের মধ্যে দিয়ে। যেখানে তিনি নিয়মিতভাবে লিস্ট ‘এ’ এবং প্রথম শ্রেণির🦩 ম্যাচে রান করে চলেছেন। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত SA20 টুর্নামেন্টেও তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। টুর্নামেন্টের শীর্ষ ১০ রান সংগ্রাহকের মধ্যে ব্রেভিসই ছিলেন সর্বোচ্চ স্ট্রাইক রেটধারী। সেই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৪.১৭।
আরও পড়ুন … জানেন কোন পুরুষ ক্র𝓀িকেটারকে কেন ‘মারিয়া শারাপোভা’ নামে ডাকতেন ধোনি? CSK-র মজার গল্প
ডেওয়াল্ড ব্রেভিস একটি ধুঁকতে 🉐থাকা চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দেবেন, যারা এই মরশুমে অর্ধেক ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের একেবারে নীচে অবস্থান করছে।
এই মরশুমে ব্রেভিস চেন্নাইয়ের দ্বিতীয় রিপ্লেসমেন্ট খেলোয়াড়, এর আগে তারা মুম্বইয়ের উদীয়মান প্রতিভা আয়ুষ মাথরেকে নিয়েছে নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে। চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচ ২০ এপ্রিল, ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এইম্যাচে নামার আগে মুম্বই ইন্ডিয়ান্সেরই প্রাক্তনীকে তুলে নিয়ে একপ্রকার চমক দিয়েছে ধোনির CSK, এর কারণ হল হার্দিকদের বিরুদ্ধে মুম্বইয়েরই অস্ত্র ব্যবহার করে বাজিমাত করতে চাইবেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখন দেখার ডেওয়াল্ড ব্রেভিস CSK দলের সঙ্গে যুক্ত হওয়ায় টিমের শক্তি কত🎐টা পরিববর্তন হয়।