২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এখন ভারতীয় ক্রিকেট টিম এবং দলের ভক্তরা সেলিব্রেশনে মেতে রয়েছে। আর ভক্তদের মধ্যে এই খুশি দ্বিগুণ হয়েছে যখন, রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা তাঁদের অবসর ন🔜েওয়ার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবং তাঁর পরিষ্কার করে দিয়েছেন, এখনই তাঁদের দু'জনের ✤কেউ অবসর নিচ্ছেন না।
জাড্ডুর অবসন নিয়ে জল্পনা
কোহলি এবং রোহিতের 🅺সঙ্গে রবীন্দ্র জাদেজারও অবসর নিয়ে জল্পনা চলছিল। বিশেষ করে রবিবার (৯ মার্চ) চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের ইনিংসের সময়ে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তাঁর দশ ওভার শেষ করার পর, বিরাট কোহলি দৌড়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেছিল। আর এই দৃশ্য দেখার পরেই জাদেজার অবসর নিয়ে তীব্র চর্চা শুরু হয়। প্রসঙ্গত, ফাইনালে জাদেজা দুর্দান্ত বোলিং করেন। তারকা অলরাউন্ডার তার ১০ ওভারের স্পেলে মাত্র ৩০ রান দিয়ে টম লাথামের উইকেটটি তুলে নেন। তবে ভারত চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জয়ের একদিন পর, জাদেজা নিজের অবসরের বিষয়ে মুখ খুলেছেন।
আরও পড়ুন: আনফিট তকমাকে বুড়ো আঙুল,Champions Trophy-র ফাইনালে ম্𒊎যাচের সেরা হয়ে ইতিহাস অধিনায়ক রোহিতের
কী বক্তব্য জাদেজার?
নিজের অবসর নিয়ে গুজব চুপ করে দিয়েছেন তারকা অলরাউন্ডার। রবিবার রবীন্দ্র জাদেজাই জয়সূচক চারটি হাঁকিয়েছিলেন। যাইহোক ম্যাচের পর দিন, অর্থাৎ সোমবার (১০ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন জাড্ডু। যেখানে তিনি নিজের অবসরের জল্পনায় ইতি টেনেছেন। জাদেজা সেই পোস্টে লিখেছেন, ‘কোনও ❀অপ্রয়োজনীয় গুজব নয়, ধন্যবাদ।’ তাঁর এই পোস্টের পর ভক্তরা ধরে নিয়েছেন, জাদেজা তাꦓঁর অবসরের বিষয়টি এভাবেই উড়িয়ে দিয়েছেন। এবং এতে ভক্তরাও খুশি।
রোহিতও অবসর নিচ্ছেন না
শুধু জাদেজাই নয়, ৯ মাসের ব্যবধাꦐনে টিম ইন্ডিয়াকে পরপর দু'টি আইসিসি ট্রফি জেতানোর পর অধিনায়ক রোহিত শর্মাও নিজের অবসর নিয়ে জল্পনা উড়িয়ে দেন। জাদেজার চেয়ে রোহিতের অবসর নিয়ে অনেক বেশি আলোচনা চলছি। দাবি করা হয়েছিল যে, এই শিরোপা ম্যাচের পরে তিনি ওডিআই ফর্ম্যাট থেকেও অবসর নেবেন।