একসঙ্গে দেখা স্বপ্ন যখন সত্যি হয়, তখন তার আনন্দই আলাদা হয়। টিম ইন্ডিয়ার দুই সিনিয়র তারকা একসঙ্গে এমন অনেক স্বপ্ন দেখেছিলেন, যার বেশির ভাগই ভেঙে গিয়েছিল। কিন্তু এখন ধীরে ধীরে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে শিরোপা জেতানোর পরে, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এখন ভারতকে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে সাহায্য করেছে। 🐈পুরো দলকে তাঁকা তাতিয়ে নিয়ে এগিয়ে গিয়েছেন।
আরও পড়ুন: আনফিট তকমাকে বুড়ো আঙুল,Champions Trophy-র ফাইনালে ম্যাচে♑র সেরা হয়ে ইতিহাস অধিনায়ক রোহিতের
রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পꦰিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল। এই জয়ের উচ্ছ্বাস ছিল একেবারে তুঙ্গে। তবে তার চেয়ে বেশি নজরকাড়া ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিশেষ সেলিব্রেশন। ভারতীয় দলের দুই সবচেয়ে সিনিয়র তারকা এদিন শিরোপা জয়ের পরে বাচ্চাদের মতো স্টাম্প নিয়েই ডান্ডিয়া নাচা শুরু করে দেন।
স্টাম্প নিয়ে ডান্ডিয়া শুরু করলেন রোহিত-কোহলি
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে রবীন্দ্র জাদেজা উইনিং চার মারতেই পুরো স্টেডিয💧়াম উল্লাসে ফেটে পড়ে। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমও জয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সমস্ত খেলোয়াড় একে অপরকে জড়িয়ে ধরেন, করমর্দন শুরু করে দেন এবং ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে মাঠে নেমে বিজয় উৎসব শুরু করে দেন। সেই সময়ে রোহিত এবং বিরাট তাদের বিশেষ স্টাইলে উইকেট নিয়ে ডান্ডিয়া নেচে ভক্তদের মন জয় করে নেন।💦 যা এই শিরোপা জয়কে আরও বিশেষ করে তোলে।
৮ বছর আগে হেরেছে, এখন দুই তারকা একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন
এই শিরোপাটাও ছিল দুই তারকা প্লেয়ারের জন্যই বিশেষ। এমএস🀅 ধোনির নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বার জিতেছিল ২০১৩ সালে। সেই দলের সদস্য ছিল কোহলি এবং রোহিত। তার পর ২০১৭ সালে একই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান যখন ভারতকে হারায়, তখন টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে দেয়। তখনও দুই তারকা সেই পরাজয়ের যন্ত্রণা একসঙ্গে ভাগ করে নিয়েছিলেন।
এবার তৃতীয় বারের মতো, রোহিত এবং বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফি ಞখেললেন, যা এই টুর্নামেন্টে তাঁদের দু'জনের জন্যই শেষ সুযোগ ছিল। দুবাইয়ের ২০১৭ সালের সেই হৃদয়বিদারক পরাজয়ের যন্ত্রণাকে ঝেড়ে ফেলে, রোহিত এব কোহলি একসঙ্গে সাফল্যের উপাখ্যান লিখলেন। আর তাই বোধহয় বাড়তি উন্মাদনায় দু'জনে হঠাৎ করেই বাচ্💧চাদের মতো স্টাম্প তুলে নিয়ে ডান্ডিয়া নাচতে শুরু করে দেন।