ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে ২৩ ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছেন। সেই দিন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে দু'দল মুখোমুখি হবে দুবাইয়ে। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বিবেচিত এই ম্যাচ ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজকেও ছাড়িয়ে যাবে বলে মনে করেন অনেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ꧑আসর শুরুতে সম্পূর্ণ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে অস্বীকৃতি জানালে, একটি হাইব্রি꧋ড মডেল গৃহীত হয়, যেখানে ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে।
এই সিদ্ধান্ত পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। এই সময়ে বর্তমান ক্রিকেটারদের আক্রমণাত্মক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে শাহিদ আফ্রিদি জানান, ‘আজকালকার ক্রিকেটাররা ম্যাকডোনাল্ডস, KF𒊎C-এর জেনারেশন।’ প্রাক-ম্যাচ আলোচনায় পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি আধুনিক ক্রিকেটারদের নিয়ে নিজের মতামত জানান।
আরও পড়ুন …. তাহলে কি সে ভꩵারতের হয়ে খেলে… সই🍌ম আয়ুব ইস্যুতে PCB-র বিরুদ্ধে হাসান আলির পক্ষপাতিত্বের অভিযোগ
কী বললেন শাহিদ আফ্রিদি?
শাহিদ আফ্রিদি বলেন, ‘আজকালকার খꦑেলোয়াড়রা সব ম্যাকডোনাল্ডস, KFC-ওয়ালা (Today's pl😼ayers are McDonald's, KFC generation)।’ ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং ভারত বনাম পাকিস্তান ক্রিকেট সম্পর্কের তুলনা করেন স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে। তিনি বলেন, ‘ভারত বনাম পাকিস্তান সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো। সকালে ঝগড়া হয়, আর সন্ধ্যায় একসঙ্গে খায়।’
আরও পড়ুন …. ওর অনুপস্থিতি ভারতীয় দলের বড় ক্ষতি: Champions Tro♉phy 2025 ♎নিয়ে শিখর ধাওয়ানের ভবিষ্যদ্বাণী
পাকিস্তানের প্রধানমন্ত্রী কী বললেন?
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ভারতকেও হারাতে হবে।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সম্প্রতি পুনর্নির্মিত গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত বনাম পাকিস্তান ম্যাচের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের দলে যথেষ্ট সামর্থ্য আছে এবং তারা সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করেছে। তব꧅ে আসল চ্যালেঞ্জ শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা নয়, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচটিও জেতꦿা। পুরো জাতি তাদের পাশে আছে।’
আরও পড়ুন …. Champions Trophy 2025: গ্রুপ ‘এ’🐷 ও গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালে উঠবে কারা? অশ্বিনের ভবিষ্যদ্বাণী
আইসিসি টুর্নামেন্টে ভারতের আধিপত্য, পাকিস্তানের সাম্প্রতিক সাফল্য
ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি টুর্নামেন্টের রেকর্ড ১৯৯০-এর দশক থেকে ভারতের পক্ষে। পাকিস্তান শেষবার ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে ভারতকে হারিয়েছিল। এবারের ম্যা♐চের তাৎপর্য আরও বেড়েছে ভারতের পাকিস্তানে না খেলার সিদ্ধান্ত এবং দুই ক্রিকেট বোর্ডের চলতি টানাপোড়েনের কারণে। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তান। এবার তাদের প্রায় তিন দশক পর প্রথ𝓰মবারের মতো বড় কোনও আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ মিলেছে। শেহবাজ শরিফ বলেন, ‘এটি পাকিস্তানের জন্য বড় উপলক্ষ, কারণ প্রায় ২৯ বছর পর আমরা এত বড় আইসিসি ইভেন্ট আয়োজন করছি।’