ভ🎀ুলে ভরা ক্রিকেট খেলেও ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল পঞ্জাব কিংস। সৌজন্যে দুই ঘরোয়া ক্রিকেটার প্রিয়াংশ আর্য ও শশাঙ্ক সিংয়ের ব্যাটিং তাণ্ডব। শ্রেয়স আইয়ারদের বাগে পেয়েও রাশ আলগা করার মাশুল দিতে হয় মহেন্দ্র সি🌱ং ধোনিদের।
পঞ্জাবের প্রথম ৬ জন ব্যাটারের মধ্যে ৫ জন দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ব্যাট হাতে ব্যর্থ হন প্রভসিমরন সিং (০), শ্রেয়স আইয়ার (৯), মার্কাস স্টাইনিস (৪), নেহাল ওয়াধেরা (৯), গ্লেন ম্যাক্সওয়েলরা (১)। এক সময় ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া সত্ত্🎃বেও পঞ্জাব কিংস দু'শো টপকে বড় রানের ইনিংস গড়ে তোলে প্রিয়াংশ আর্য ও শশাঙ্ক সিংয়ের সৌজন্যে।
মঙ্গলবার মুল্লান🐲পুরে সিএসকের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন প্রিয়াংশ। তিনি ৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে মাত্র ৩৯ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। আইপিএলের ইতিহাসে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে চার নম্বরে জায়গা করে নেন প্রিয়াংশ।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সব 💦থেকে কম বলে শতরান করা ব্যাটারদের তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেন তিনি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলে দ্রুততম শতরান করার সর্বকালীন রেকর্ড গড়েন প্রিয়াংশ। শেষমেশ ৪২ বলে ১০৩ রান করে আউট হন তিনি।
শশাঙ্ক সিং সাত নম্বরে ব্যাট করতে নেমে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫২ রানের দাপুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন। আট নম্বরে ব্যাট করতে নেমে মারকো জানসেন ১৯ বলে ৩৪ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। পঞ্জা𓆏ব কিংস শেষমেশ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৯ রানের বিশাল ꦍইনিংস গড়ে তোলে।
চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট দখল করেন খলি♑ল আহমেদ ও রবিচন্দ্রন অশ⛎্বিন। ১টি করে উইকেট নেন নূর আহমেদ ও মুকেশ চৌধরী। পথিরানা ৪ ওভারে ৫২ রান করেও উইকেট পাননি। জাদেজা উইকেট না পেলেও ৩ ওভারে মোটে ১৮ রান খরচ করেন।
আইপিএলের ইতিহাসে এত বেশি রান তাড়া করে কখনও ম্যাচ জেতেনি চেন্নাই। সুতরাং, জিততে হলে নতুন রেকর্ড গড়তে হতো তাদের। তবে সেই অসাধ্যসাধন সম্ভব হয়নি সিএসকের পক্ষে। ডেভন কনওয়ে, শিবম দুবেরা চেষ্টা করেও দলকে জয়ের মঞ্চে বসিয়ে দিতে পারেননি। উল্লেখযোগ্য বিষয় হল, পঞ্জাব কিংসের ফিল্ডাররা এদিন কার্যত ক্যাচ মিসের প্রদর্শনী লাগিয়ে দেন। খারাপ ফিল্ডিংয়ে রান গলান যথেচ্ছ। ত♉ার পরেও সুযোগ কাজে লাগাতে পারেনি চেন্নাই। ধোনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে মিরাকল ঘটানোর চেষ্টা ♕করেও ব্যর্থ হন।
সিএসকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০১ রানে আটকে যায়। ১৮ রানের ব্যবধানে ম্যাচ জেতে পঞ্জাব। চ🎶লতি আইপিএলে পরপর চার ম্যাচে হারের মুখ দেখতে হ⛎য় চেন্নাইকে।
কনওয়ে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৯ রান করে রিটায়ার্ড আউট হন। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪২ রান করেন শিবম দুবে। ২৩ বলে ৩৬ রান করেন রাচিন রবীন্দ্র। তিনি ৬টি চার মারেন। ধোনি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৭ রান করে ক্রিজ🍌 ছাড়েন। পঞ্জাবের হয়ে ২টি উইকেট নেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও যশ ঠাকুর। ম্যাচের সেরা হন প্রিয়াংশ।