আইপিএল ২০২৫ শুরুর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল সার্বিক তཧালিকার দুই নম্বরে। শীর্ষে ছিল চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল ২০২৫-এর প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই চেন্নাইকে টপকে তালিকার এক নম্বরে উঠে আসে আরসিবি। ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই এখন বাকি সব আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের থকে এগিয়ে। অর্থাৎ, আইপিএল দলগুলির মধ্যে ইনস্টাগ্রামে সব থেকে বেশি মানুষ অনুসরণ করে আর🦩সিবিকে।
আইপিএল ২০২৫ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১৭.২ মিলিয়ন। সেখানে আরসিবির ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১৬.৮ মিলিয়ন। সোমবার অর্থাৎ, আইপিএল ২০২৫-এর দশম দিনে চেন্না🐈ই সুপার কিংসের ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭ মিলিয়নে। অর্থাৎ, ০.৫ মিলিয়ন ফলোয়ার বেড়েছে সিএসকের।
তবে এই ১০ দিনে ইনস্টাগ্রামে আরসিবির ফলোয়ার বেড়েছে ১ মিলিয়ন। অর্থাৎ, সোমবারের হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনস্টাগ্রাম ফলোয়ার ১৭.৮ মিলিয়ন। সুতরাং, ০.১ মিলিয়ন💃ে চেন্নাইকে পিছনে ফেলে দিয়েছে আরসিবি।
উল্লেখ্য, গত শুক্রবার চেন্নাই সুপার কিংসকে তাদের ধরের মাঠ চিপকে হারিয়ে দেয় আরসিবি। চেন্নাইয়ের ঘরের মাঠে এটি বিরাট কোহলিদের দীর্ঘ ১৭ বছর পরে প্রথম জয়। অর্থাৎ, চিপকে সিএসকের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের জয়ের খরা কাটিয়েই ই💯নস্টাগ্রামে ১৭.৮ মিলিয়নে পৌছে যায় আরসিবি, এমনটা বলা মোটেও ভুল হবে না।
৩১ মার্চ, ২০২৫-এর হিসাবে কোন আইপিএল দলের ইনস্টাগ্রাম ফলোয়ার কত?
১. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৭.৮ মিলিয়ন।
২. চেন্নাই সুপার কিংস- ১৭.৭ মিলিয়ন।
৩. মুম্বই ইন্ডিয়ান্স- ১৬.২ মিলিয়ন।
৪. কলকাতা নাইট রাইডার্স- ৭ মিলিয়ন।
৫. সানরাইজার্স হায়দরাবাদ- ৫.১ মিলিয়ন।
৬. রাজস্থান রয়্যালস- ৪.৭ মিলিয়ন।
৭. গুজরাট টাইটানস- ৪.৫ মিলিয়ন।
৮. দিল্লি ক্যাপিটালস- ৪.৩ মিলিয়ন।
৯. পঞ্জাব কিংস- ৩.৭ মিলিয়ন।
১০. লখনউ সুপার জায়ান্টস- ৩.৫ মিলিয়ন।
অর্থাৎ, ইনস্টগ্রাম ফলোয়ারের নিরিখে আরসিবি ও সিএসকের পিছনে তালিকার তিন নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স হয়েছে চার নম্বরে। এই নিয়ে মোটে চারটি আইপিএল মরশুমে মাঠে নামা গুজরাট টাইটানস ইনস্টাগ্রাম ফলোয়ারের নিরিখে পিছনে ফেলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসকে। গুজরাট রয়েছে তালিকার ৭ নম্বরে। মাঝে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। আইপিএল দলগুলির মধ্যে ইনস্টাগ্রামে সব থেকে কম ফলোয়াꦛর লখনউ সুপার জায়ান্টসের।