ꦐ Virat Kohli and Rahul Dravid's emotional moment: আইপিএল ২০২৫-এর ২৮তম ম্য়াচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই ম্যাচের আগের দিন শনিবার ক্রিকেটপ্রেমীরা মাঠের বাইরের বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের মধ্যে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকলেন। একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যেখানে রাহুল দ্রাবিড়কে এক আবেগঘন আলিঙ্গন করেন বিরাট কোহলি।
জয়পুরে কী ছবি দেখা গেল?
𓄧সাওয়াই মানসিংহ স্টেডিয়াম, জয়পুরে, দ্রাবিড়কে দেখে কোহলি দূর থেকে এগিয়ে যান এবং প্রাক্তন কোচের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে চোটে কাবু দ্রাবিড়কে আলিঙ্গন করেন। সেই মুহূর্তে দুই কিংবদন্তি ক্রিকেটারের হাসি ও আন্তরিকতায় ফুটে ওঠে ভারতীয় ক্রিকেটের চিরন্তন বন্ধন।
দ্রাবিড়কে দেখে এগিয়ে এলেন কোহলি, কী হল তারপর?
♔বর্তমানে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন রাহুল দ্রাবিড়। সম্প্রতি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন লিগে খেলতে গিয়ে তিনি পায়ে চোট পান এবং এখন হুইলচেয়ারে বসা অবস্থায় রয়েছেন। রাহুল দ্রাবিড়ের বাম পায়ে প্লাস্টার করা রয়েছে। তবুও, তিনি দলের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। সেই সময়ে দ্রাবিড়কে দেখে এগিয়ে গিয়ে প্রাক্তন কোচের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন কোহলি।
RR কোন ভিডিয়ো পোস্ট করেছ, এরপরে ক্যাপশনে কী লেখা হল?
🐬রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছে এবং ক্যাপশনে লিখেছে, ‘তুমি যত ছোট হও বা ১৮ নম্বর হও, আগে তো রাহুল ভাইয়ের কাছেই যেতেই হয়।’ এই ক্যাপশন এবং মুহূর্তের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ও প্রশংসা পায়।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … 🅰ISL 2025 ফাইনালে কাদের সমর্থন করবে ইস্টবেঙ্গল? মোহনবাগানকে নিয়ে কী বলল লাল-হলুদ শিবির?
ম্যাচের দিকেও নজর দেওয়া যাক-
😼রবিবার, এই দুই দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে। মাঠে কোহলি এবং ফিল সল্টকে মুখোমুখি হতে হবে জোফ্রা আর্চারের তীব্র গতির সামনে। RCB তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়েছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস হারে গুজরাট টাইটান্সের কাছে। দুই দলই এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে আছে।
আরও পড়ুন … 🌜ভিডিয়ো: কোহলির RCB-র বিরুদ্ধে খেলতে নামার আগেই আর্চারের ক্লাস নিলেন RR-র ১৪ বছরের বৈভব
পয়েন্ট টেবিলের কী অবস্থা-
🀅বর্তমানে RCB রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে, তিনটি জয় নিয়ে, আর RR রয়েছে সপ্তম স্থানে, তাদের প্রয়োজন দ্রুত জয় পেয়ে টেবিলে ওপরে উঠে আসা।এই ম্যাচ শুধু মাঠের লড়াই নয়, মাঠের বাইরের বন্ধন ও সম্মানবোধও নতুন করে মনে করিয়ে দিল। ভারতীয় ক্রিকেটে সম্পর্কটাই আসল, প্রতিদ্বন্দ্বিতা পরে। এদিন বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড় এবং সঞ্জু স্য়ামসনদের দেখলে সেটাই মনে হবে।