৮ মার্চ নারী দিবসের দিনই শুরু হয়েছে ‘ডান্ﷺস বাংলা ডান্স’ সিজন ১৩। প্রত্যেকবারের মতো এবারও এই শো ঘিরে রয়েছে নানান চমক। এবার বিচারকের আসনে রয়েছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। আর প্রত্যেকবারে꧟র মতো এবার মহাগুরুর আসনে রয়েছেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন বয়সের ট্য়ালেন্টেড প্রতিযোগীদের নিয়ে আর শুরু থেকেই জমজমাট এই শো।
তবে আপাতত চলছে শোয়ে🍷র গ্র্যান্ড অডিশন পর্ব। আর সেখানেই প্রতিযোগী হয়ে হাজির উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা অহনা। যার বয়স মাত্র ৭। শোয়ের বিচারকদের সামনে 'পিয়া তু' গানে জমকালো পারফরম্যান্স দিতে দেখা যায় এই ছোট্ট শিল্পীকে। অহনার সঙ্গে অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর বাবা-মাকেও। অহনার মা জানান, ‘আমার নাচ শেখার খুব🦩 ইচ্ছে ছিল, তবে পারিনি। তাই ওকে দিয়েই সেই ইচ্ছে পূরণের চেষ্টা করছি।’ এরপরই মহাগুরু মিঠুন তাঁকে বলেন, ‘মেয়ে সিলেক্ট হলে কিন্তু নাচ করতে হবে।’
শোয়ের প্রমোতে দেখা যাচ্ছে, এরপরই অহনার মা মঞ্চেꦓ উঠে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাচেন, সঙ্গে ছিলেন তাঁর স্বামীও।