দেবচন্দ্রিমা সিংহ রায় এদিন বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঘিবলি আর্ট ট্রেন্ডে ভেসে। কিন্তু সেখানে থাকা দুটো ছবিতে নজর আটকাল নেটপাড়ার।🐠 অ্যানিমেটেড ছবির মাধ্যমে কি নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী?
আরও পড়ুন: চাঁদ সিফারিশের সঙ্গে দাদা পায়ে পড🐟়ি! শুভজিতের কাজে হতব♕াক শ্রেয়া, ভাষা না বুঝে বাদশা কী বললেন?
কী পোস্ট করলেন দেবচন্দ্রিমা?
দেবচন্দ্রিমা এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন তার একটিতে দেখা যাচ্ছে মুখোমুখি একটি জুটি দাঁড়িয়ে আছে। মেয়েটি ছেলেটির চোখে দিকে তাকিয়ে, আর ছেলেটি ক্যামেরার দিকে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে দুটি সারমেয়র সঙ্গে একটি ছেলে বিছানায় শুয়ে আছেন। সঙ্গে অভিনেত্রী নিজের কিছু ছবির অ্যান✃িমেটেড ভার্সনও আছে। এই ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'ঘিবলি না বুঝেই আমাদের সাহায্য করল মন খুলে সব পোস্ট করতে। ইফ ইউ নো, ইউ নো।'
আর এটা দেখেই অনেকেই মনে করছেন দেবচন্দ্রিমা নতুন🍃 সম্পর্কে জড়িয়েছেꦉন। আর এভাবেই প্রিয় মানুষকে প্রকাশ্যে আনলেন বা খবরটা দিলেন। কিন্তু তাও যেন পরিচয় করালেন না। আড়ালেই রাখলেন তাঁকে।
প্রসঙ্গত দেবচন্দ্রিমা এর আগে অভিনেতা সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু🔯 সেই সম্পর্কের বিচ্ছেদের চার বছর পরও মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি সায়ন্তর আরেক প্রাক্তন কিরণ মজুমদার যখন নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন তখন তাঁর পাশে দাঁড়ান অভিনেত্রী। প্রতিবাদ করেন, একই সঙ্গে নিজে যা যা কিছুর সম্মুখীন হয়েছিলেন সেই সম্পর্কে থাকাকালীন সেটার অনেকটাই প্রকাশ্যে আনেন। চলে বিস্তর জলঘোলা। কিন্তু এখন সেসবই অতীত। বর্তমানে তাঁর এই নতুন পোস্ট নজর কেড়েছে নেট দুনিয়ার।
প্রসঙ্গত দেবচন্দ্রিমা ছোট পর্দা দিয়ে নিজে বিনোদন🍌 জগতে পা রাখেন। এরপর কাজ করেছেন একাধিক সিনেমা সিরিজে। এরপর💛 কয়েক বছর আগে তিনি টলিউড ছড়িয়ে পা রাখেন বলিউডে। বর্তমানে সেখানেই তিনি কাজ করছেন।