🔴 আইপিএল ২০২৫-এ প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে লম্বা জাম্প দিল। এর পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলকে লিগ টেবিলের একেবারে তলানিতে ঠেলে ফেলে দিল হার্দিকের মুম্বই |
ꦛঅবশেষে আইপিএল ২০২৫-এ জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (MI)। হার্দিকের দল চলতি মরশুেম প্রথম জয় তুলে নিল। সোমবার মুম্বইয়ে আট উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে দিল তারা। এই জয়ের ফলে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে এদিনের ম্য়াচ হেরে কলকাতা নাইট রাইডার্স সবচেয়ে নীচে অর্থাৎ দশ নম্বরে নেমে গিয়েছে।
✱এই ম্য়াচের আগে পয়েন্ট তালিকার ছয় নম্বরে ছিল কলকাতা নাইট রাইডার্স। এবং এই তালিকার ১০ নম্বরে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে ছিল ওয়াংখাড়েতে নামার আগে কলকাতা নাইট রাইডার্স। আর আইপিএল ২০২৫-এ জয়ের খাতা খোলার আগে মুম্বই ইন্ডিয়ান্সের পকেটে কোনও পয়েন্টই ছিল না।
MI vs KKR ম্য়াচের আগে কেমন ছিল IPL 2025-র পয়েন্ট টেবিলের ছবি-

আরও পড়ুন … 𓆉IPL 2025: শুরুতে চাপে ছিলাম কিন্তু তারপর… KKR-র চার উইকেট শিকারের আগে অশ্বিনীকে কী বলেছিলেন হার্দিক?
♛এ দিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দুই ম্যাচে দুই জয় নিয়ে চার পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আইপিএল ২০২৫-এর বর্তমান পয়েন্ট টেবিলের ছবিটা কেমন।
আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল
১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-𓄧 ২ ম্যাচে ২টি জয়, একটিও হারেনি, সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট, নেট রানরেট +২.২৬৬
২) দিল্লি ক্যাপিটালস-🌠 ২ ম্যাচে ২টি জয়, একটিও হারেনি, সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট, নেট রানরেট +১.৩২০
৩) লখনউ সুপার জায়ান্টস-൩ ২ ম্যাচে ১টি জয়, একটি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট +০.৯৬৩
৪) গুজরাট টাইটান্স-🥀 ২ ম্যাচে ১টি জয়, একটি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট +০.৬২৫
৫) পঞ্জাব কিংস-꧃ ১ ম্যাচে ১টি জয়, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট +০.৫৫০
৬) মুম্বই ইন্ডিয়ান্স-🗹 ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট +০.৩০৯
৭) চেন্নাই সুপার কিংস- 💫৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট -০.৭৭১
৮) সানরাইজার্স হায়দরাবাদ-🍷 ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট-০.৮৭১
৯) রাজস্থান রয়্যালস- 🍌৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট -১.১১২
১০) কলকাতা নাইট রাইডার্স- ꩲ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট -১.৪২৮
আরও পড়ুন … 🅰মোহালি থেকে এসে MI-র জার্সি গায়ে IPL-এ স্বপ্নের অভিষেক! চিনে নিন KKR-র চার উইকেট নেওয়া অশ্বিনী কুমারকে
MI vs KKR ম্য়াচের পরে কেমন হল IPL 2025-এর পয়েন্ট টেবিলের ছবি-

আরও পড়ুন … ꧅IPL 2025: কাব্য মারানের SRH-র হায়দরাবাদ থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার হুমকি! তেলেঙ্গানা সরকারের এন্ট্রি
পরের দুই ম্যাচে KKR-র ছন্দের ফেরার সুযোগ রয়েছে
෴এখন দেখার এখান থেকে কলকাতা নাইট রাইডার্স কেমন ভাবে লড়াইয়ে ফিরে আসতে পারে। কলকাতা নাইট রাইডার্স ৩ এপ্রিল পরের ম্যাচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে। তারপর ৮ এপ্রিল ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। ফলে পরের দুটো ম্য়াচই ইডেনে খেলবে অজিঙ্কা রাহানের KKR, এই দুই ম্যাচ থেকে পয়েন্ট তুলে লিগ টেবিলে উপরে উঠতে চাইবে শাহরুখ খানের দল।