চোখে ব্যান্ডেজ, মঙ্গলবার মুম্বইয়ে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে এই অবস্থায় একাই দেখা গেল। ৮৯ বছর বয়সী অভিনেতার আশে পাশে স্ত্রী, ছেলে-মেয়ে কারোরই 😼দেখা মিলল না। এদিন ইনস্টাগ্রামে, একজন পাপারাজ্জো অভিনেতার চিকিৎসার পরের একটি ভিডিও পোস্ট করেছেন। জানা যাচ্ছে, বর্ষীয়ান অভিনেতার কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশন হয়েছে।
ধর্মেন্দ্রর চোখের চিকিৎসা
ক্লিপটিতে, ধর্মে💟ন্দ্রকে পাপারাজ্জির সঙ্গে কথা ব🔯লতে দেখা যায়। ঠিক কী বলেন ধর্মেন্দ্র?
তিনি বললেন, ‘অভি ভি বোহুত দম হ্যায়, বহুত জান রাখতা হুঁ... মেরে আঁখ মে গ্রাফ্ট হুয়া হ্যায়। তো আতা হুন, হ্যাঁ (এখনও আমি যথেষ্ট শক্তপোক্ত! নিজের কাজ নিজে করতে পারি।... আমার চোখে 𓂃অস্ত্রপচার হয়েছে। আমি ঠিক চলে যাব, কোনও অসুবিধা নেই)?’
এ𒁃রপরই তাঁর দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ কর﷽ে ধর্মেন্দ্র বলেন, ‘দর্শক ও বন্ধুরা আপনাদের জন্য ভালোবাসা রইল। আমি কিন্তু বেশ শক্তপোক্ত।’
এই প্রবীণ অভিনেতার ডান চোখে ব্যান্ডেজ লাগানো অবস্থায় দেখা যায়। জানা যাচ্ছে, 𝓡তাঁর ডান চোখেই দেখতে সমস্যা হচ্ছিল।
আরও পড়ুন-নাতাশা অতীত! নতুন প্রেমে হাবুডুবু হা🍎র্দিক? ‘চর্চিত প্রেমিকা’ জ্যাসমিনকে নিয়ে উঠলেন বাসে