🌃 নাতাশা স্ট্যানকোভিচ এখন হার্দিকের জীবনে অতীত। তবে নাতাশার পর হার্দিকের জীবনে নতুন প্রেম এসেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। IPL ছাড়াও এই মুহূর্তে কথিত প্রেমিকা জ্যাসমিন ওয়ালিয়াকে নিয়ে চর্চায় রয়েছেন হার্দিক পান্ডিয়া।
🍒বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, যে ব্রিটিশ গায়িকা ও টিভি ব্যক্তিত্ব জ্যাসমিন ওয়ালিয়াকে ডেট করছেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। বিভিন্ন ক্ষেত্রে এই গায়িকাকে বেশ কয়েকবার হার্দিকের ম্যাচের সময় মাঠেও দেখা গিয়েছে। গত রাতে মুম্বই ইন্ডিয়ান্স এবং কেকেআর-এর ম্যাচ চলাকালীন জ্যাসমিনকেও হার্দিক এবং তারঁ টিমের হয়ে উল্লাস করতে দেখা গেছে। পরে জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স টিমের বাসেও দেখা যায় জ্যাসমিনকে। সাধারণত ক্রিকেটারদের এই বাসে শুধুমাত্র টিমের সদস্য এবং তাঁদের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিদেরই বসার অনুমতি দেওয়া হয়।
𓆏সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, জ্যাসমিন ওয়ালিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার এবং তাঁদের ঘনিষ্ঠদের সঙ্গে বাসে উঠতে দেখা যায়। সে সময় তিনি একট লম্বা কালো পোশাক পরেছিলেন। জ্যাসমিন বাসে উঠে পিছনের সিটে বসেন। এক নেটিজেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লেখেছেন, 'যদি সে দল এবং পরিবারের বাসে থাকে তাহলে এই গুঞ্জনই সত্যি, উনি নিশ্চিতভাবেই হার্দিকের প্রেমিকা', আরেকজন লিখেছেন, 'হার্দিক ভালোবাসা পাওয়ার যোগ্য', আরেকজন লিখেছেন, 'এই প্রেম একসঙ্গে থাকার জন্যও নয়'।
ꦜপ্রসঙ্গত স্ত্রী নাতাশার থেকে আলাদা হওয়ার পর থেকেই হার্দিকের সঙ্গে জ্যাসমিন ওয়ালিয়ার নাম জড়িয়ে যায়। পাকিস্তান-ইন্ডিয়া ম্যাচের সময়ও জ্যাসমিনকে দেখা গিয়েছিল। গত বছর থেকেই দুজনের প্রেমের গুঞ্জন শোনা যেতে শুরু করে। ২০২৪এ যখন একজন রেডিট ব্যবহারকারী হার্দিক এবং জ্যাসমিনের গ্রিসে ছুটি কাটানোর ছবির একটি কোলাজ শেয়ার করেছিলেন। তিনি দাবি করেছিলেন যে ছবিগুলির মাধ্যমেই প্রমাণিত হয় যে দুজনে একই সময়ে একই জায়গায় ছুটি কাটাচ্ছেন। তবে, হার্দিককে এখনও জ্যাসমিনকে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।
🎉হার্দিক ও নাতাশা প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন। তাঁদের বিচ্ছেদের খবরে একসময় চমকে গিয়েছিলেন অনুরাগীরা। আলাদা হওয়ার পর নাতাশা মূলত তাঁদের ছেলে অগস্ত্যকে বড় করছেন। তবে মাঝে মধ্যে অগস্ত্যকে তাঁর বাবা হার্দিক ও তাঁর পরিবারের সঙ্গেও দেখা যায়।
⛄তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতাশাকেও বলতে শোনা গিয়েছে, তিনিও প্রেমে পড়ার বিপক্ষে নয়, তিনিও নতুন করে প্রেমে পড়তে তৈরি।