রবিবার কলকাতায় ‘তোমায় দেখব বলে’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ইমন চক্রবর্তী। বেশ কিছুদিন আগেই এই অনুষ⛄্ঠানের কথা লাইভ করে জানিয়েছিলেন তিনি। এবার প্রকাশ্যে এল অনুষ্ঠানের টিকিটের দাম।🎃 জানেন কত রকমের টিকিট রয়েছে?
২৩ তারিখ নজরুল মঞ্চে একটি অপেরা শোয়ের আয়োজন করছেন গায়িকা। তার নাম ‘তোমায় দেখব বলে’। দর্শক শ্রোতাদের সুবিধার্থে ইমন সেই অনুষ্ঠানের▨ টিকিটের ধরন ও দাম, ভাগ করে নেন তা☂ঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।
সেখানে বিভিন্ন রকমের টিকিট দেখা গিয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হল এই সব টিকিটের জন্য যতটুকু করে অংশ নির্ধারণ করা হয়েছে সেই অংশগুলোর প্রতিটারই নাম ইমনের কোনও না কো꧂ন বিখ্যাত গানের নাম দিয়ে। যেমন, 'বন্ধু আমার রসিয়া জোন' এই অংশে টিকিটের জন্য ৪৯৯ টাকা খরচ করতে হবে। তাছাড়াও রয়েছে ‘টাপাটিনি ফিভার জোন’, এই অংশের টিকিট মূল্য, ৭৯৯ টাকা। রয়েছে 'রঙ্গবতী জোন'। এই অংশের টিকিট মূল্য ৯৯৯ টাকা। তাছাড়াও রয়েছে 'তুমি যাকে ভালোবাসো জোন' এই অংশের টিকিট মূল্য ১৪৯৯ টাকা। এগুলি ছাড়াও রয়েছে ‘তোমাকে দেখব বলে’ এই অংশের টিকিট মূল্যই সবচেয়ে বেশি, ১৯৯৯ টাকা।
প্রসঙ্গত, অপেরায় শিল্পী ইমন চক্রবর্তী ও তাঁরไ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন। তবে অপেরা মানে শুধু গান নয়, থাকে নাচ ও অভিনয়। তাঁর অনুষ্ঠানেও সেই স্বাদ পুরো মাত্রায় রাখার জন্য তিনি তাঁর শিক্ষার্থীদের নিয়ে জোর অনুশীলন করেছেন। জানা গিয়েছিল সংলাপ দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সেই সংলাপের সূত্র ধরেই আসবে গান। তবে তাঁর এই নতুন প্রচেষ্ঠায় নানা ভাবে পাশে থাকছেন ෴নীলাঞ্জন।

প্রসঙ্গত, কর্মসূত্রে এখন কলকাতায় থাকলেও, মনে প্রাণে আজও লিলুয়ার মেয়ে ইমন চক্রবর্তী। তাই কেরিয়ারে যতই উন্নতি করুন না কেন, মায়ের দেখানো পথে প্রতি বছর লিলুয়ায় করতেন ‘বসন্ত উৎসব’। তবে এ বছর লিলুয়ায় আর সেই বসন্ত উৎসব পালন করবে না বলে জানিয়েছিলেন গায়িকা। কেন তা করবেন না সে কারণও প্রকাশ্🐭যে এনেছিলেন তখনই। তবে এই অনুষ্ঠান যে বসন্ত উৎসবের বিকল্প নয়, বরং একদম স্বতন্ত্র একটি প্রয়াস সেকথাও তিন♊ি জানিয়েছিলেন।