🎀 আইপিএলে ধারাবাহিকভাবেই রোহিত শর্মার পারফরমেন্সগ্রাফ নিম্নমুখী। একটা সময় রোহিতের মারকাটারি ব্যাটিংয়ের জন্য তাঁর ডাকনাম ছিল হিটম্যান, কিন্তু সেই চেনা স্টাইলের ব্যাটিং এখন আইপিএলে তাঁর ব্যাট থেকে দেখা যাচ্ছে না। যা নিয়েই এবার প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তনীরা। পরপর দুই ম্যাচেই রোহিত শর্মা আইপিএলে সিঙ্গল ডিজিট স্কোরে আউট হয়েছেন, এবং তাঁর দলও হেরেছে। প্রথমে চেন্নাই এবং পরে গুজরাটের কাছে হারল মুম্বই।
🔯হার্দিক পাণ্ডিয়ার দল গতবার আইপিএলের শেষ স্থানে ছিল। এবারে আশা করা হয়েছিল দল ঘুরে দাঁড়াবে। কিন্তু তেমন কিছুই হয়নি এখনও পর্যন্ত। প্রথম ম্যাচে সিএসকের বিরুদ্ধে রোহিতকে আউট করেছিলেন খলিল আহমেদ। আর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মহম্মদ সিরাজ দুরন্ত বলে রোহিতকে ক্লিন বোল্ড করে সাজঘরে ফেরান। সোমবার মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্সের
রোহিতকে খোঁচা প্রাক্তনীদের
💎গত পাঁচ বছরে মাত্র ১টি সংস্করণেই আইপিএলে রোহিত ৪০০ রানের বেশি করেছেন, যেখানে তার সমবয়সী হলেও বিরাট গত বছরও ৮০০র ওপর রান করেছেন। রোহিতের থেকে তেমন বড় স্কোর আশাও করেননা অনেকে। কারণ রোহিতভক্তরা তাঁর থেকে স্রেফ মারকাটারি ইনিংসই দেখতে চান। এই নিয়েই এবার প্রশ্ন তুললেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং বীরেন্দ্র সেহওয়াগ।
রোহিতের থেকে অবাস্তব চাওয়া মনোজের?
💎মনোজ তিওয়ারি বলছেন, ‘আমি কোনও কঠিন কথা বলতে চাই না। তবে একটা কথা বুঝতে হবে, রোহিতকে এবার রানে ফিরতেই হবে। রোহিতের মতো ক্রিকেটারের যোগ্যতা স্রেফ ৪০০ রানের নয়। গত মরশুমে একটা শতরানও করেছে, কিন্তু ওই ৮০০-৯০০ রানের মরশুমগুলো কোথায় গেল? কেন বিরাট বারবার করবে? রোহিত কেন পারবে না মরশুমে বড় রান করতে? ও তো বিরাটের মতোই ভালো ক্রিকেটার, তাই একটা মরশুম এমন থাকতে হবে যেখানে রোহিত অন্তত ৬০০-৭০০ রান করবে। ওরও উচিত অরেঞ্জ ক্যাপ জেতা। গতবার ওত ঝামেলার পরেও ওকে রেখে দেওয়া হয়েছে, তার ওর থেকে আমাদের চাহিদা অনেক। আমি তো ভেবেছিলাম, ও ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেব যেসব অডিও ক্লিপ এসেছিল, তা দেখে। আমার মনে হয় দুই ম্যাচে রান না পাওয়ায় আবার ড্রেসিংরুমে সমস্যা দেখা দিতে পারে ’।
রোহিতকে নিয়ে আশা দেখছেন না সেহওয়াগ
🌳ভারতীয় দলের তারকা ক্রিকেটার তথা ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য সেহওয়াগ অবশ্য বলছেন, ‘আমার মনে হয় রোহিতের জন্য এটা অনেকটা দেরি হয়ে গেছে। আমরাও রোহিতের ভক্ত, সবাই চায় ও ৬০০-৭০০ রান করুক। কিন্তু শেষ কবে ও এত রান করেছে? ১৮ বছর হয়ে গেছে। এতদিন যখন হয়নি, কীভাবে ওর কেরিয়ারের শেষ লগ্নে এসে আমরা ওর থেকে এই রান আশা করতে পারি? ’।