ইন্ডিয়ান আইডলের দুই বাঙালি প্রতিযোগী প্রিয়াংশু দত্ত ও মিশমি বসুকে নিয়ে চর্চার শেষ নেই। হামেশাই দেখা যেত, এই দুজনকে নিয়ে শুধু শো-র হোস্ট আদিত্য নারায়ণ নয়, মস্করা করতেন তিন বিচারক শ্রেয়া, বিশাল ও বাদশারাও। এমনকী, সেমি ফাইনালে এপিসোডে প্রিয়াংশুর মা এসেও জানান যে, তাঁর ছেলে নাক✃ি মাঝে সত্যিই দুর্বল হয়ে প🐎ড়েছিল অসম, গুয়াহাটির মেয়ে মিশমির উপরে।
যদিও সেমি ফাইনাল এপিসোডেই এলিমিনেটেড হয়েছেন মিশমি। অর্থাৎ প্রিয়াশুর কাছে নেই তাঁর ‘ভালোলাগার মানুষ’। এমন একটা অবস্থায় এসে, ফের একবার সকলে মিলে মস্করা করল প্রিয়াংশুর সঙ্গে। শুরুটা করেন বিশালই। জানান, বাংলার ছেলে নাকি অসমের ꦆমেয়ের জন্য মন খারাপ করে ফোন করেছিলেন। আর সেই ফোন তো মিশমি ধরেনইনি, বরং উলটো দিক থেকে মেকনিক্যাল ভয়েজে জবাব এসেছে, ‘আপনি যেই উপভোক্তাকে কল করেছেন, তিনি আপনাকে জীবনভরের জন্য ব্লক করে দিয়েছে। আর ফোন করার চেষ্টা করবেন না। ভেগে যান এখান থেকে…’! আর এই নিয়েও শ্রেয়া-বাদশা-বিশালরা শুরু করেন মস্করা।
এমনকী ভিডিয়োতে দেখানো হয়, প্রিয়াংশু নাকি মিশমির নাম তাঁর ফোনে সেভ করেছেন,ꦏ ‘মাই লাভ মিশমি বেবি’ হিসেবে। যদিও পুরোটাই এডিটেড, তবুও রিয়েলিটি শো-র এই প্রেমের অ্যাঙ্গেল বরাবরই আকৃষ্ট করে দর্শ🉐কদের।
এরপর দেখা যায়, প্রিয়াংশু স্টেজে উপস্থিত হওয়ার পর, শ্রেয়া বলছেন, ‘একটু কপালের সামনের চুলগুলো ওঠাও, দেখাই তো যাচ্ছে না! আমি ভাবলাম কেঁদে কেঁদে বসে গিয়েছ বুঝি।’ এরপর শ্রেয়🍒ারই অনুরোধে প্রয়াংশু গাইলেন অডিশন রাউন্ডে যেই গান গেয়েছিলেন ♉বাংলার এই ছেলে, সেই গানটি গাইতে হবে। ‘বে দরদিয়া’ গাওয়ার প্রস্তাব আসে শ্রেয়ার থেকে, যা শুনে অডিশনে চোখের জল থামাতে পারছিলেন না শ্রেয়া।
আপাতত প্রি-ফাইনাল এপ🅷িসোড সম্প্রচার হচ্ছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫-তে। মোট ৬জন প্রতিযোগীর মধ্যে ৩জনই বাঙালি। রয়েছেন চৈতন্য দেবধে (মৌলি), স্নেহা শঙ্কর, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত, মানসী ঘোষ এবং অনিরুদ্ধ সুস্বরম। এখন দেখার ফাইনালের ট্রফি কার হাতে ওঠে।