✅ বলিউডের একজন জনপ্রিয় পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খান। তবে পেশাগত দিকে তিনি যতটা সিরিয়াস ঠিক ততটাই মজাদার মানুষ ব্যক্তিগত জীবনে। সোশ্যাল মিডিয়ায় যারা পরিচালককে ফলো করেন, তাঁরা জানবেন মাঝেমধ্যেই বাড়ির রাঁধুনির সঙ্গে ভিডিয়ো পোস্ট করেন ফারাহ।
🅘 বাড়ির রাঁধুনি অর্থাৎ দিলীপের সঙ্গে ফারাহ যে সমস্ত ভিডিয়ো পোস্ট করেন, সেগুলি সবকটি কমেডির আকারে তৈরি করা হয়। এই ভিডিয়োর মাধ্যমে দিলীপের জনপ্রিয়তা বেশ বেড়েছে মানুষের মধ্যে। এবার ল্যাকমে ফ্যাশন শোয়ের মঞ্চে উঠে এলো দিলীপের নাম।
আরও পড়ুন: 🐬৪৭-এ পা ঋত্বিকের, বরের জন্মদিনের পরিকল্পনা নিয়ে কী বললেন অপরাজিতা?
আরও পড়ুন:ꦺ ১.৭২ লাখ টাকার সিকান্দরের টিকিট কিনলেন সলমন ভক্ত! কেন?
♊ ফ্যাশন শোয়ে ফারাহ পরে এসেছিলেন একটি উজ্জ্বল রঙের গোলাপী টপ, নীল রঙের প্যান্ট। এক কথায় দুর্দান্ত দেখতে লাগছিল পরিচালককে। ফারাহ যখন ছবিশিকারীদের সামনে পোজ দিচ্ছিলেন তখন পাপারাৎজিদের মধ্যে একজন হঠাৎ করে বলে ওঠেন, ‘ম্যাডাম দিলীপ কোথায়’? প্রথমে উত্তর না দিলেও কয়েক সেকেন্ড পরেই ফারাহ বলেন, ‘দিলীপকে এখানে নিয়ে আসবো নাকি?’ কথাটা বলেই এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিজের আসনের দিকে চলে যান পরিচালক।
ꦗ সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই গোটা ব্যাপারটিকে বেশ মজার আঙ্গিকে নিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ফারাহ জি ভীষণ মিষ্টি স্বাভাবিক।’ অন্য একজন লিখেছেন, ‘এবার আমরা দিলীপকে র্যাম্পে দেখতে চাই।’ তৃতীয় একজন কমেন্ট করে লিখেছেন, ‘আপনার এবং দিলীপের জুটি কিন্তু আমাদের বেশ লাগে।’
🧜 প্রসঙ্গত, ফারাহ খানের ব্লগ চ্যানেলের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছেন দিলীপ। দিলীপ লাফটার শেফস নামক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যে অনুষ্ঠানের বিচারক ছিলেন ফারাহ। সেখান থেকেই প্রথম আলাপ দুজনের। ফারাহ অপকর্ম করে যখন দিলীপের ঘাড়ে দোষ চাপিয়ে দেন, তখন দিলীপ যেভাবে প্রতিক্রিয়া দেন, সেটা দেখার জন্যই অপেক্ষা করে থাকেন দর্শকরা।
আরও পড়ুন: 🍸সত্যি কী বিদেশীর নাক ভেঙে দিয়েছিলেন সইফ? ২০১২-র কোন সত্যি জানালেন অমৃতা