একমাস আগে আচমকা একটি মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ নামক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন রণবীর আল্লাহবাদিয়া। প্রতিযোগীর সঙ্গে কথা বলতে গিয়ে আচমকায় তিনি করে বসেন একটি আপত্তিকর মন্তব্য। বিতর্কের একমা𒈔স পর প্রথম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রণবীর।
কিন্তু এই এক মাস ধরে কি করলেন রণবীর? কেমন কাটালেন নিজের জীবন? গত এক মাসের বেশি সময় ধরে রণবীরের জীবনে ঠিক কি কি ঘটেছে তার কিছুটা🎃 অংশ তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
আরও পড়ুন: সত্যি কী বিদেশীর নাক ভেঙে দিয়েছিলেন স♓ইফ? ২০১২-র ♓কোন সত্যি জানালেন অমৃতা
আরও পড়ুন: সত্যি কী🃏 বিদেশীর নাক ভেঙে দিয়েꦰছিলেন সইফ? ২০১২-র কোন সত্যি জানালেন অমৃতা
যে ছবিগুলি রণবীর পোস্ট করেছেন তার মধ্যে প্রথমটিতে দেখা যাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ছবি তুলছেন তিনি। দ্বিতীয় ছবিতে ঘরে সোফায় বসে ল্যাপটপ চালাতে দেখা যা𒉰য় তাঁকে। তিন নম্বর ছবিতে পরিবারের বয়োজ্যেষ্ঠের সঙ্গে এবং চতুর্থ ছবিতে বাড়ির পোষ্যকে নিয়ে ছবি তুলতে দেখা ಞযায় তাঁকে।
ছবিগুলি পোস্ট করে রণবীর লেখেন, থ্যাঙ্ক ইউ ইউনিভার্স। আমার নতুন অধ্যায় শুরু হল। পুনর্জন্ম। শুধু নিজের প্রোফাইল থেকে নয়, বিয়ারবাইসেপসের ইনস্টাগ্রাম পেজে এই ছবিগুলি পুনরায় পোস্ট করে তিনি লেখেন, আপনাদের সকলের জন্য আমি আজ আবার 🐓এই জায়গায় দাঁড়িয়েছি। আগামীকালও আমার সঙ্গে থাকবেন। প্রত্যেক সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। এই ঝড়ের মধ্যেও যারা আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদ⭕ের সকলকে ধন্যবাদ।
রণবীরের ছবি পোস্ট হতেই অন্যতম ইউটিউবার তথ𝐆া কমেডিয়ান তন্ময় ভাট রীতিমতো রোস্ট করা শুরু করেন রণবীরকে। তিনি শুধু একটি নয়, কমেন্ট বক্সে পরপর অনেকগুলি কমেন্ট করে রণবীরের বর্তমান পরিস্থিতির ওপর রসিকতা করেছেন।
প্রথম মন্তব্য করে তিনি লিখেছেন, ‘তোমাকে মিস করেছি (আসলে নয়)।’ দ্বিতীয় মন্তব্য করে তিনি লিখেছেন, ‘এই কুকুরটিও তোমায় জড়িয়ে ধরতে চাইছে না। তুমি কেন জোর করছো?’ একটি ছবিতে রণবীর বেশ অনেক জনের সঙ্গে বসে একটি ছবি পোস্ট করেছেন, সেই ছবিতে কমেন্ট করে ▨তন্ময় লিখেছেন, ‘এই কজন সাবস্ক্রাইবার তাহলে থেকে গেছে ত꧂োমার?’ শুধু তাই নয়, তিনি এও লিখেছেন, 'এই মন্তব্যটি লাইক করুন যদি তুমি B Praak পডকাস্ট চাও।
আরও পড়ুন: 'হীরামান্🎐ডি’র পর প্রশংসার বন্যা বইলেও দীর্ঘদিন পাননি কোনও কাজ! অদিতি বললেন, ‘ভেবেছিলাম এটা আমায়…’
আরও পড়ুন: ম෴ুক্তির আগেই অনলাইনে ফাঁস সলমনের সিকন্দর! কী পদকꦓ্ষেপ নিলেন নির্মাতারা?
প্রসঙ্গত, বাবা মার যৌনতা প্রসঙ্গে রণবীরের কথা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এক নিমিষে শেষ হ🌺য়ে গিয়েছিল রণবীরের গুড বয় ইমেজ। তবে কাজে ফিরে আসার জন্য বা নিজের পুরনো ছন্দে ফিরে আসার জন্য হাজার চেষ্টা করছেন রণবীর, সেই চেষ্টা আদৌ কতটা সফল হয়, সেটা ভ🍃ক্ত সংখ্যাই বুঝিয়ে দেবে।