সদ্যই শুরু হয়েছে পরশুরাম আজকের নায়ক। মাত্র এক সপ্তাহেই সেরা ৫-এ জায়গা পাকা করেছে ইন্দ্রজিৎ ব🐓সু এবং তৃণা সাহা অভিনীত এই সিরিয়ালটি। এবার জানা গেল জোরদার মোড় আসতে চলেছে গল্পে। এন্ট্রি নিচ্ছে নায়কের প্রাক্তন। এবার কি হবে?
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে🍨 লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
আরও পড়ুন: 🅷আইপিএল শু♛রুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের আপডেট
এদিন পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকেওর যে প্রোমো স্টার জলসার তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে পরশুরাম ছদ্ꦐমবেশে দুষ্কৃতি ধরতে এসেছে। কিন্তু যার দিকে সে বন্দুক তাক করেছে সে আসলে তার প্রাক্তন। হ্যাঁ গল্পে এন্ট্রি হতে চলেছে পরশুরামের প্রাক্তনের।
তখনই সেখানে স্ত্রী তটিনীর ফোন আসে। জন্মদিনে দুই সন্তানকে নিয়ে স্বামীর অপেক্ষা করতে করতে ফোনটা করে সে🐬। আর জব🍃াবে নায়কের থেকে ফোন ছিনিয়ে নিয়ে কথা বলে শীতল। জানায়, তটিনীর স্বামী এখন তার সঙ্গে আছে। নায়িকা পরিচয় জানতে চাইলে নিজের নাম বলে।
প্রসঙ্গত পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে নায়কের প্রাক্তন প্রেমিকার চরিত্রে এন্ট্র🍸ি নিলেন গীতা এলএলবি খ্যাত অভিনেত্রী সংঘমিত্রা তালুকদার।
পরশুরাম আজকের নায়ক প্রসঙ্গে
চলতি মাস থেকেই শুরু হয়েছে এই ধারাবাহিক। বহুদিন পর পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরলেন ইন্দ্রজিৎ বসু। তাঁর বিপরীতে রয়েছেন তৃণা সাহা। তাঁকে শেষ দেখা গিয়েছিল লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে। পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি স্টার জলসার 🦄প💛র্দায় রোজ রাত ৮ টা থেকে দেখা যাচ্ছে।
কে কী বলছেন এই প্রোমো দেখে?
পরশুরামের এই প্রোমো প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। একজন লেখেন, 'কী দারুণ এক্সপ্রেশন ইন্দ্রজিতের!' আরেকজন লেখেন, 'এমন সব প্রোমো বানায় যে আর তর সয় না।' তৃতীয় ব্যক্তি খানিক ভিন্ন মত পোষণ করে লেখেন, 'এটাও একদম গীতা, জগদ্ধাত্রীর ꧋মতোই! Blues-এর সেই এক ঘেয়ামী গল্প।'
আরও পড়ুন: কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভিকে কোলে নিতে ইচ্ছে করে পিঙ্কির? বললেন ‘আমি ✅তো একজন মা, কিন্তু…’