আর বছরখানেকও বাকি নেই! ২০২৬ সালেই বিধানসভা ভোট। ২০২৪ এর লোক𒉰সভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে এনে দারুণ চমক দিয়েছিল তৃণমূল। এবার বিধানসভায় কি ফের একগুচ্ছ টলি তারকারা টিকিট পাচ্ছেন? সম্প্রতি তেমনি জল্পনা রটেছে। মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা মিটিং, জমায়েতে ঋত্বিকা এবং সৌমিতৃষাকে দেখতে পাওয়া যাযꦗ় না যাচ্ছে ঘনঘন। আর সেই কারণেই রটে গিয়েছে যে তাঁরা নাকি বিধানসভার জন্য টিকিট পেতে পারেন মমতার দল থেকে। এই বিষয়ে কী জানিয়েছেন তাঁরা?
ভোটের ময়দানে নামা নিয়ে কী জানিয়েছেন সৌমিতৃষা এবং ঋত্বিকা?
এদিন টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌমিতৃষা কুন্ডু জানান, ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কাজকর্ম ছাড়াও সমস্ত দিকে নজর থাকে। উনি ভীষণই স্নেহশীল একজন মানুষ। অনেক কিছু করেছেন তিনি বিনোদন জগতের জন্য। আমাদের ডাকলে আমরা যাই। আমরা তো শিল্পী, সেখানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকেন সেটা তো গর্বের বিষয় আমাদের কাছে। কিন্তু আমার কাছে এখনও অবধি এমন কোনও প্রস্তাব আসেনি। কোনও খবর পাইনি (নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে)। আমি এই পদের জন্য কতটা উপযুক্ত তাও জানি না। তাই এখনই কিছু বলার মতো জায়গায় নেই।' তবে তিনি এও স্পষ্ট করে দেন যদি মুখ্যমন্ত্রী তাঁকে🌺 সেই দায়িত্ব দেন তাহলে তিনি তাঁর কথা মতো কাজ করবেন।
অন্যদিকে প্রায় একই সুর শোনা গেল ঋত্বিকা সেনের গলাতেও। তিনি জানিয়েছেন, 'তৃণমূলের জন্য আমি অনেক ক্যাম্পেইন করেছিল আগামীতেও করতে পারি। তবে আমার বয়স অনেকটাই কম। এখনও আমার কাছে এমন কোনও প্রস্তাব আসেনি। খবরও পাইনি। কিন্তু যদি ভবিষ্যতে এমন কোনও প্রস্তাব পাইনি বা আমার মত বদলায় তখন ভেবে দেখা যা💯বে।' ফলে সম্প্রতি যে গুঞ্জন রটেছে সেটা আদৌ কতটা সত্যি আর কতটা জল মেশানো সেটা সময় এলেই বোঝা যাবে।