২০০৮-এ 'চিরদিনই তুমি যে আমার' ছবির হাত ধরে অভিনয় ꩲকেরিয়ারে পথ চলা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা সরকার। সেই তখন থেকেই সিনেপ্রেমীদের মধ্যে প্রিয়াঙ্কার জনপ্রিয়তা। মাঝে অবশ্য মা হওয়ার পর, মাতৃত্বকালীন ছুটিতে বেশ অনেকটা সময় সিনেপর্দা থেকে দূরেই ছিলেন অভিনেত্রী। তবে আবারও বেশ অনেকগুলো বছর হল প্রিয়াঙ্কা আবারও দর্শক দরবারে ফিরে এসেছেন। আবারও দাপটের সঙ্গে অভিনয় করছেন।
তবে কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে প্রিয়াঙ্কা তাঁর ছেলে 'সহজ'-এর মা। এই দায়িত্বটাও সুন্দরভাবে পালন করছেন অভিনেত্রী। কাজের ফাঁকে যতটা সম্ভব ছেলেকে সময় 💦দেওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। এই মুহূর্তে তাঁর ছেলে সহজ-এর বয়স ১১ বছর। আর এবার ছেলের কৃতিত্ব সকলের সামনে তুলে ধরলেন গর্বিত মা প্রিয়াঙ্কা। কিন্তু কী এমন করেছে ছোট্ট সহজ?
মাত্র ১১ বছর বয়সেই বই লিখে ফেলেছে সহজ। তার লেখা সেই বই প্রকাশিতও হয়েছে। যার নামဣ 'দ্য় এনচ্যন্টেড গিটার' (The Enchanted Guitar)। ছেলের লেখা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। ছেলের লেখা বই হাতে ছবিও দিয়েছেন তিনি। যে বইয়ের হলুদ প্রচ্ছদ গিটার-এর ছবি। সেই ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, 'ঈশ্বর ওঁকে আশীর্বাদ করুন…'।
আরও পড়ুন-মুম্বইয়ে শান-এ𝄹র আবাসনে আগুন, ঘটনায় সময় নিজের ওই বাড়িতেই আটকে সঙ্গীতশিল🗹্পী
আরও পড়ন-'অনুপমা'তে বদলে যাচ্ছে 'রাহি', আলিশ🏅াকে সরিয়ে তাঁর জা🧸য়গা নিচ্ছেন বাঙালি অদ্রিজা
আরওꦇ পড়ুন-ইয়ালিনিকে কোলে নিয়েই ইউভানের পিছনে দৌড়, ব্যস্ততা ভুলে কোথায় ক্রিসমাস কাটাচ্ছেন শুভশ্রী?