গানের জাদুতে দর💎্শকদের মন জিতলেও সারেগামাপার খেতাব জেতা হয়নি তাঁর। এমনকি রানার্স আপও হননি। তবে পেয়েছেন কালিকাপ্রসাদ সম্মান। ইতিমধ্যেই সিনেমায় প্লেব্যাকও করে ফেলেছেন। এবার এই রিয়েলিটি শোয়ের সফর নিয়ে কী বললౠেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা?
বাঁকুড়ার বইমেলার শো থেকে বারবার বাদ পড়া নিয়ে কী বললেন আরাত্রিকা?
এদিন বেঙ্গল মিউজিক ডিরেক্টরিকে দেওয়া একটি সাক্ষাৎকারে আরাত্রিকা বাঁকুড়ার বইমেলা থেকে বারবার বাদ পড়া প্রসঙ্গে জানিয়েছেন, 'এই কারণটা আমার বাবা, আমার এবং গোটা পরিবারের কাছে অদৃশ্য একটা কারণ। পরপর ৩ বছর আমি বাঁকুড়া বইমেলাতে অডিশন দিয়েছি। ওখানে অডিশন দিয়েই ওঁরা সিলেক্ট করেন। তো ওখানে সিলেক্ট হওয়ার পরেও অনুষ্ঠানের আগের দিন লিস্ট থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোনও নির্দিষ্ট কারণ নেই। কারণটা আজও আমরা জানি না। যাঁরা ওখানে গাইত তাঁরা আমার থেকে ভালো গাইত বা আমি ওদের মতো গাইতে পারতাম না বিষয়টা ক🐠িন্তু মোটেই এরম ছিল না। কিন্তু ওই একটা অদৃশ্য কারণের জন্য আমায় গাইতে দেওয়া হয়নি।'
গণসঙ্গীত এবং সারেগামাপায় বিজয়ী হওয়া প্রসঙ্গে কী বললেন আরাত্রিকা?
আরাত্রিকা খালি গণসঙ্গীত গান এমনটাই ধারণা অনেকের। এই বিষয়ে তিনি এদিন বলেন, 'যাঁরা যাঁরা মনে করতেন আরাত্রিকা শুধু গণসঙ্গীত গায়, গোটা সিজন ধরে গণসঙ্গীত গেয়ে এসেছে তাঁরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি টেলিকাস্টগুলো দেখুন। আমি ভিদা কারো গেয়েছি,𒀰 পথে এবার নামো সাথী গেয়েছি, আমায় প্রশ্ন করে ন𝓡ীল ধ্রুব তারাও গেয়েছি। এখানে আমার কোনও জ্যঁর ছিল না। সব ধরনের গান গাওয়ার চেষ্টা করেছি।'
আরও পড়ুন: মাত্র ৬ বছর বয়সে শুর🦹ু কর༒েছেন কেরিয়ার, দেখুন তো ছবির ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন?
অনেকে প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত সেরার মুকুট ওঠেনি আরাত্রিকার মাথায়। কিন্তু সেটা নিয়ে তাঁর আফসোসও নেই। বাঁকুড়ার ভাদুলের এই মেয়ের কথায়, 'এ💃ই চ্যাম্পিয়নের ব্যাপারটা একটু আসলে... অদ্ভুত ছিল। এই সিজনের সমস্ত পার্টিসিপেন্টরা একটু আলাদা ছিল। আমাদের মধ্যে কোনও হিংসা ছিল না। গ্রুমাররা অবাক ছিল এটা🔴 নিয়ে। দেয়াশিনী দি চ্যাম্পিয়ন হওয়ায় খারাপ লাগার থেকে বেশি ভালো লাগা ছিল। চ্যাম্পিয়ন হওয়া, রানার্স আপ হওয়া এগুলো কখনই আমার কাছে ম্যাটার করেনি।'