টেলিভিশন অভিনেত্রী সুমনা চক্রবর্তী কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’-তে অভিনয় করতেন কপিলের স্ত্রীর চরিত্রে। তবে এই শো নেটফ্লিক্সে যাওয়ার পর থেকেই আর দেখা যায়নি সুমনাকে। সাম্প্রতিক এক আলাপচারিতায় তিনি কপিলের শো-র উপরে আসা ‘নারীবিদ্বেষী’ অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। সঙ্গে তাঁর আর কপিলের মধ্য꧋ে হওয়া মতবিরোধের গুজবেও খুলেছেন মুখ।
কপিল শর্মার কমেডি শো-কি নারীবিদ্বেষী, জবাব সুমনার
সুমনাকে এই সাক্ষাৎকারে বলতে শোনা যায়, এই শো করার সময় তাঁর আশেপাশের অনেকেই তাঁর কাছে প্রশ্ন রাখতেন, ‘এত নারীবিদ্বেষী শোতে তুমি কীভাবে অভিনয় করতে পারো?’ আর এই নিয়েই সুমনা বললেন, ‘এটা একটি শো! এটা একটি স্ক্রিপ্টেড শো! এবং আমি সেটাই বিশ্বাস করি। যখনই কেউ আমাকে প্রশ্ন করেছে, তাদের বলেছি, এটি কেবল অভিনয়। এটি কেবল একটি টিভি শো। এখানে কখনোই কপিল সুমনাকে অপান করছে না। একটি চরিত্র আছে, বিট্টু, এব🦩ং তার স্ত্রী, মঞ্জু। এটি আক্ষরিক অর্থেই আমাদের চারপাশে যা ঘটে, তাঁর প্রতিফলন। তার মানে এই নয় যে, আমি বাস্তবেও এরকম। উদাহরণস্বরূপ, যদি আমি কোনো দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়ি, সেটা সমাজে একটা খারাপ প্রভাব ফেলতে পারে, মানুষকেও তো বুঝতে হবে যে, রিল ও রিয়েল লাইফের মধ্যে পার্থক্য আছে।’
নেটফ্লিক্স🐻ের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো-র এ অংশ না নেওয়ার বিষয়ে সুমনার জবাব, ‘কোনো বিচ্ছেদ হয়নি। বিভিন্ন নেটওয়ার্কে আমাদের ১০ বছরের চমৎকার সময় কেটেছে। বেশিরভাগ বিয়ে তো ১০বছর টেকে না। আর ൲আমাদের তো রিল লাইফে বিয়ে হয়েছিল। প্রতি বছর, আমরা জুন বা জুলাই মাসের দিকে বিরতি নিতাম। আমরা খুব স্বাভাবিকভাবেই আমাগের মরসুমের বিরতিটি নিয়েছিলাম। জানি না, তারপর কী হয়েছে। শেষবার আমরা যখন Sony তে ছিলাম, তা ২০২৩ সালে শেষ হয়েছিল। তারপর তিনি তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন, এবং পরে খবর পেলাম যে তিনি Netflix এ আসছেন। সত্যি বলতে, তার এবং আমার মধ্যে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এমন নয় যে, আমরা ফোনেও এই নিয়ে কোনো কথা বলেছি।’
সুমনা চক্রবর্তী সম্পর্কে
সুমনা তাঁর অভিনয় জীবন সূচনা করেছিলেন আমির খান এবং মণীষা কৈরালা অভিনীত ‘মন’ ছবি𓂃তে একটি ছোট ভূমিকা দিয়ে। পরে তিনি জনপ্রিয় টেলিভিশন শো ‘কসম সে’তে অভিনয় করেন এবং ‘সপ্নো সে ভরে নয়না’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘ইয়ে হ্যায় আশিকি’ এবং ‘জামাই রাজা’-সহ ছোট পর্দায় বেশ কিছু মনে রাখার মতো কাজ করেন। সর্বশেষ তাঁকে রোহিত শেট্টির স্টান্ট-ভিত্তিক রিয়ালিটি শো ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরো কে খিলাড়ি ১৪’-এ দেখা গিয়েছে।