প্রকাশ্যে এল ২০২৫ সালের TRP লিস্ট। এই নিয়ে সাতবারের জন্য বেঙ্গল টপার হল জি বাংলার হিট ধারাবাহিক পরিণীতা। তবে দ্বিতীয় এবং তৃতীয় নম্বর স্থ𓃲ানে কিন্তু ঘটে গেছে বদল। ফুলকিকে পিছনে ফেলে এগিয়ে গেল জগদ্ধাত্রী। সেরা ৫ এ কারা কারা আছে?
চলতি সপ্তাহের TRP লিস্ট
এই সপ্তাহে ৮ নম্বর পেয়ে প্রথম স্থানে আছে পরিণীতা। তারপর গত সপ্তাহের সেকেন্ড ফুলকিকে তিন নম্বরে পাঠিয়ে এইবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। জ্যাস সান্যালের এই শো পেয়েছে ৭.৫ নম্বর। তিন নম্বরে থাকা ফুলকির প্রাপ্ত নম্বর ৭.৩। ফলে প্রথম তিন ধারাবাহিক যে ℱজি বাংলার সেটা বলার অপেক্ষা রাখে নাꦉ।
চতুর্থ স্থানে জি বাংলার কোন গোপনে মন ভেসেছের সঙ্গে জায়গা পেয়েছে স্টার জলসার গীতা এলএলবি। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬। ৬.৫ নম্বর পেয়েছে পাঁচ নম্বরে আছে স্টার জলস꧂ার আ🐼রেক ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। TRP তালিকার ষষ্ঠ এবং সপ্তম স্থান দখল করেছে স্টার জলসা। ছয় নম্বরে আছে কথা, এবং সাতে উড়ান। সুস্মিতা এবং সাহেবের ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৬.৪ নম্বর। অন্যদিকে উড়ানের প্রাপ্ত নম্বর হল ৫.৯
আট নম্বরে আছে আনন্দী আর মিত্তির বাড়ি। জি বাংলার এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৫। নয় এবং দশ নম্বরে যথাক্রমে আছে গৃহপ্রবেশ এবং চিরসখা। গৃহপ্রবেশ🐬 পেয়েছে ৫.২ এবং ৫.০ পেয়েছে চিরসখা।
অন൩ুরাগের ছোঁয়া এবং রোশানাইয়ের প্রথম ১৫ মিনিট মিলিয়ে ৪.৮ নম্বর উঠেছে। অন্যদিকে রোশনাইয়ের শেষ ১৫ মিনিট এবং শুভ বিবাহ মিলিয়ে পেয়েছে ৩.৮ নম্বর। অন্যদিকে মিঠিঝোরা এবং মালাবদল যথাক্রমে পেয়েছে ৪.৭ এবং ২.৮ নম্বর। দুই শালিক ধারাবাহিকের প্রাপ্ত নম্বর এই সপ্তাহে ৩.২। তেঁতুলপাতা পেয়েছে ৪.৩ আর নিম ফুলের মধু পেয়েছে ৪.২ নম্বর। অমর সঙ্গী ধারাবাহিক ২.১ নম্বর সংগ্রহ করেছে এই সপ্তাহে।
শেষের আগের সপ্তাহে সারেগামাপার প্রাপ্ত নম্বর ৪.৯। দিদি নম্বর সোম থেকে সোনি পেয়েছ൲ে ১.৪ এবং ১.৯ নম্বর। আর সানডে স্পেশ্যাল এপিসোডে রচনার শোয়ের নম্বর ৫.২🌌। রবিবার জলসার নন ফিকশন শোগুলো পেয়েছে ৪.২ নম্বর।
এক নজরে এই সপ্তাহের সেরা ১০:
প্রথম : পরিণীতা (৮.০)
দ্বিতীয়: জগদ্ধাত্রী (৭.৫)
তৃতীয়: ফুলকি (৭.৩)
চতুর্থ: কোন গোপনে মন ভেসেছে / গীতা এলএলবি (৬.৬)
পঞ্চম: রাঙামতি তীরন্দাজ (৬.৫)
ষষ্ঠ: কথা (৬.৪)
সপ্তম: উড়ান (৫.৯)
অষ্টম: আনন্দী / মিত্তির বাড়ি (৫.৫)
নবম: গৃহপ্রবেশ (৫.২)
দশম: চিরসখা (৫.০)