আর দুদিন পরেই সম্প্রচারিত হবে এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। ইতিমধ্যেই সেটার শ্যুটিং হয়ে গিয়েছে। জানা গ๊িয়েছে থাকবে দুজন যুগ্ম বিজয়ী। তবে তার আগে শে𝓀ষবারের মতো এবারের প্রতিযোগীদের সাম্প্রতিকতম পর্বে কী টিপস দিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত?
কী ঘটেছে সারেগামাপায়?
এদিন জি বাংলার তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আরত্রিকা সহ এবারের সারেগামাপার সমস্ত প্রতিযোগীদের গ্র্যান্ড ফিনালের আগে বিশেষ টিপস দিচ্⭕ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেখানেই তাঁকে আরাত্রিকাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, 'গ্র্যান্ড ফিনালের চাপে তোমরা সবাই হাসতে ভুলে যাচ্ছ, শ্বাস নিতে ভুলে যাচ্ছ। সুরে গাইছ, কিন্তু সারাক্ষণ ওই চেয়ারগুলো যে ভয়টা পাওয়াচ্ছে ওইটাই কিন্তু খেলা। ওইটা🎐ই কিন্তু ক্যাচ।'
তিনি এদিন আরও বলেন, 'এই স্টেপে এসে তোমরা যদি বারবার এই ভাবে ভয় পেতে থাকো, নিজেদের উপর এই ওজনগুলো চাপাতে🌸 থাকো ওই চেয়ারগুলো ততটাই দূরে যেতে থাকবে। সফট গাও, কিন্তু হাসতে ভুলে যেও না। হাসির থেকে দামী, জরুরি কিছু হয় না। সঙ্গীতও না। নাম, খ্যাতি কিচ্ছু না। আমরা জন্মাই মানুষ হয়ে, বাকিগুলো বাই প্রোডাক্ট।'
এই বিষয়🤪ে জানিয়ে রাখা ভালো, এবারের সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে মোট ১০ জন প্রতিযোগী জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে আছেন ময়ূরী, দেয়াসিনি, সত্যজিৎ, আরাত্রিকা, সাই, আরিয়ান। আর ছোটদের মধ্যে আছেন অতনু, ঐশী, সৃজিতা এবং অনীক। এঁদের মধ্যেই জিতবে দুজন। আগামী ২ মার্চ সম্প্রচারিত হবে এ♔ই গ্র্যান্ড ফিনালে।
আরও পড়ুন: সমুদ্র সℱৈকতে দোলনায় দুলছেন দেব! এই ট্রিপেও সঙ্গী রুক্মি🤡ণী? ছবি দেখে দুইয়ে দুইয়ে চার নেটপাড়ার
সারেগামাপা প্রসঙ্গে
এবারের স📖ারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র༒, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।